How To Clean Washing Machine: বাড়ির ওয়াশিং মেশিনই রোগের আঁতুরঘর, কিলবিল করে ভাইরাস- ব্যাকটেরিয়া, দেখে নিন অসুখ থেকে ‘রক্ষা পাবার’ উপায়

Last Updated:
How To Clean Washing Machine: বাড়ির ওয়াশিং মেশিন রোগের আঁতুরঘর৷ তাই দেখে নিন এই যন্ত্রটি পরিষ্কার করার কয়েকটা উপায়৷
1/7
জামাকাপড়, বিছানার চাদর, ঘরের পর্দা তো দিব্যি দিচ্ছেন ওয়াশিং মেশিনে৷ ভাবছেন এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু৷
জামাকাপড়, বিছানার চাদর, ঘরের পর্দা তো দিব্যি দিচ্ছেন ওয়াশিং মেশিনে৷ ভাবছেন এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু৷
advertisement
2/7
কোথায় ব্যাকটেরিয়ার বাসওয়াশিং মেশিনে ‘ডিসপেনসর ড্রয়ার’ বা বিশেষ কাপ থাকে৷  সেখানেই মূলত সাবান রাখা হয়৷ জামা কাপড় কাচার জল ধুয়ে এখানেই পড়ে৷ ফলে এই জায়গায় জীবাণু জন্মায়৷ তাই যন্ত্রটি ঠিক করে পরিষ্কার না করে সেখান থেকেই নানাধরনের রোগ ছড়াতে পারে৷
কোথায় ব্যাকটেরিয়ার বাসওয়াশিং মেশিনে ‘ডিসপেনসর ড্রয়ার’ বা বিশেষ কাপ থাকে৷ সেখানেই মূলত সাবান রাখা হয়৷ জামা কাপড় কাচার জল ধুয়ে এখানেই পড়ে৷ ফলে এই জায়গায় জীবাণু জন্মায়৷ তাই যন্ত্রটি ঠিক করে পরিষ্কার না করে সেখান থেকেই নানাধরনের রোগ ছড়াতে পারে৷
advertisement
3/7
ওয়াশিং মেশিন থেকে পেটের সমস্যাই কোলাই

দূষিত জলে এই ব্যাকটেরিয়ার জন্ম হয়৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ময়লা, সাবান জল থেকে এই ব্যাকটেরিয়ার জন্ম হয়৷ এই ব্যাকটেরিয়া মূত্রনালীতে চলে গেলে ইউটিআই হতে পারে৷ এই ব্যাক্টেরিয়া কোনও কারণে কিডনিতে পৌঁছে গেলে পায়েলোনেফ্রাইটিসের মতো রোগও হতে পারে।
ওয়াশিং মেশিন থেকে পেটের সমস্যাই কোলাইদূষিত জলে এই ব্যাকটেরিয়ার জন্ম হয়৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ময়লা, সাবান জল থেকে এই ব্যাকটেরিয়ার জন্ম হয়৷ এই ব্যাকটেরিয়া মূত্রনালীতে চলে গেলে ইউটিআই হতে পারে৷ এই ব্যাক্টেরিয়া কোনও কারণে কিডনিতে পৌঁছে গেলে পায়েলোনেফ্রাইটিসের মতো রোগও হতে পারে।
advertisement
4/7
স্ট্যাফাইলোকক্কাসসাধারণত ভিজে, স্যাঁতসেঁতে জায়গাতেই এই ব্যাকটেরিয়ার আঁতুরঘর৷ এর ফলে স্কিনে নানা রকমের সমস্যা হতে পারে৷ ফোস্কা, ব্রণ, ফুস্কুরির মতো নানা রকম সমস্যা হতে পারে৷
স্ট্যাফাইলোকক্কাসসাধারণত ভিজে, স্যাঁতসেঁতে জায়গাতেই এই ব্যাকটেরিয়ার আঁতুরঘর৷ এর ফলে স্কিনে নানা রকমের সমস্যা হতে পারে৷ ফোস্কা, ব্রণ, ফুস্কুরির মতো নানা রকম সমস্যা হতে পারে৷
advertisement
5/7
ছত্রাকের সংক্রমণক্যান্ডিডা এবং মোল্ডের মতো নানা রকমের ছত্রাক ওয়াশিং মেশিনের ভিতর জন্মাতে পারে৷ এরফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারে৷ এমনকি সোরিয়াসিসের মতো ত্বকের অসুখও দেখা দিতে পারে৷ ফিল্টারে ধুলো, জামাকাপড়ের মতো রোঁয়াও দেখা দিতে পারে৷
ছত্রাকের সংক্রমণক্যান্ডিডা এবং মোল্ডের মতো নানা রকমের ছত্রাক ওয়াশিং মেশিনের ভিতর জন্মাতে পারে৷ এরফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারে৷ এমনকি সোরিয়াসিসের মতো ত্বকের অসুখও দেখা দিতে পারে৷ ফিল্টারে ধুলো, জামাকাপড়ের মতো রোঁয়াও দেখা দিতে পারে৷
advertisement
6/7
কীভাবে পরিষ্কার করবেনএই কারণে চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন করে অন্তত ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার করার৷ কাচার জায়গাটি ভিনিগার ঢেলে দিন৷
কীভাবে পরিষ্কার করবেনএই কারণে চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন করে অন্তত ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার করার৷ কাচার জায়গাটি ভিনিগার ঢেলে দিন৷
advertisement
7/7
এবার তাতে বেকিং সোডা ছড়িয়ে দিন৷ হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে নিন৷ এবার মেশিনটি একবার চালিয়ে নিন৷ তাহলেই দেখবেন ভিতরটা ঝকঝকে হয়ে গেল৷
এবার তাতে বেকিং সোডা ছড়িয়ে দিন৷ হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে নিন৷ এবার মেশিনটি একবার চালিয়ে নিন৷ তাহলেই দেখবেন ভিতরটা ঝকঝকে হয়ে গেল৷
advertisement
advertisement
advertisement