Knowledge Story: আপনার শরীরে কত কেজি রক্ত আছে জানেন? লিটারেই বা সেই পরিমাণটা কত...জানেন না 99% মানুষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডাঃ ডি কে গুপ্তা বলেন, রক্তদান বা অন্য কোনও কারণে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত চলে গেলে শরীর সহজেই তা পুনরুদ্ধার করা যায়। কিন্তু শরীরের মোট রক্তের পরিমাণ ১৫% এর বেশি কমে গেলে জীবন ঝুঁকি হতে পারে।
আপনি কি জানেন একজন সুস্থ মানুষের শরীরে কতটা রক্ত থাকা উচিত? একজন পুরুষ ও একজন নারীর শরীরে কতটা রক্তের প্রয়োজন? রক্তের অভাবে কোন ধরনের রোগ হতে পারে? কীভাবে এই ঘাটতি শনাক্ত করা যেতে পারে? এমন একাধিক অতি প্রয়োজনীয় প্রশ্নের সঠিক উত্তর জানি না আমরা অনেকেই৷ এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্ন এবং তাদের সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব আমরা৷
advertisement
advertisement
চিকিৎসকদের মতে, একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের অনুপাত তার মোট ওজনের প্রায় ৮ শতাংশ হওয়া উচিত। সহজ ভাষায়, আপনার ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে আপনার শরীরে রক্তের পরিমাণ হওয়া উচিত তার ৮%। তবে, একটি শিশুর রক্ত তার মোট ওজনের প্রায় ৯ শতাংশ এবং একটি নবজাতকের শরীরে রক্তের পরিমাণ তার মোট ওজনের ১০ শতাংশের কাছাকাছি হওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রক্তের অভাবে কোন রোগ হতে পারে? শরীরে রক্তের অভাবে নানা রোগ হতে পারে। যার মধ্যে রক্তস্বল্পতা (Anemia Symptoms) সবচেয়ে বেশি প্রাধান্য পায়। নয়ডার ফেলিক্স হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ডি কে গুপ্তা জানিয়েছেন, যখন শরীরে রক্তের অভাব তৈরি হয়, তখন আমাদের শরীর নিজেই অনেক সংকেত দিতে শুরু করে। যেমন দৃষ্টি ঝাপসা হতে শুরু করে, নখ সাদা হয়ে যায়, মুখে ঘন ঘন ফোসকা বের হতে থাকে, ত্বকের রং ফ্যাকাসে হতে থাকে, ক্লান্তি ও দুর্বলতা প্রায়ই অনুভূত হয়।
advertisement
advertisement