Home Tips: মশার উৎপাতে কাবু? ডেঙ্গি ম্যালেরিয়া থেকে বাঁচতে অবলম্বন করতে পারেন সম্পূর্ণ ঘরোয় এই টোটকা

Last Updated:
আসলে সেই উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ওই সামগ্রী মশা তো তাড়াবেই, আর তা সম্পূর্ণ ভাবে নিরাপদ।
1/7
শীত বিদায় নিতে না নিতেই মশার উপদ্রব বাড়তে শুরু করেছে। বর্ষায় অবশ্য মশার উৎপাত তুঙ্গে চলে যায়। তবে গরমের মরশুমেও চলতে থাকে ক্ষুদ্র এই প্রাণীর উপদ্রব। এমনকী এই উৎপাতের কারণে রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। Representative Image
শীত বিদায় নিতে না নিতেই মশার উপদ্রব বাড়তে শুরু করেছে। বর্ষায় অবশ্য মশার উৎপাত তুঙ্গে চলে যায়। তবে গরমের মরশুমেও চলতে থাকে ক্ষুদ্র এই প্রাণীর উপদ্রব। এমনকী এই উৎপাতের কারণে রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। Representative Image
advertisement
2/7
আর মশার উৎপাত বৃদ্ধি পেলেই মনে ম্যালেরিয়া কিংবা ডেঙ্গির মতো মশাবাহিত রোগের আশঙ্কাও উঁকি দিতে থাকে। সেই সমস্যা থেকে সুরক্ষিত থাকার জন্য আমরা বাজারচলতি রিপেল্যান্ট ব্যবহার করি। তবে তা প্রত্যাশিত ফল দেয় না। আর সব থেকে বড় কথা হল, ওইসব ব্যবহার করাও নিরাপদ নয়। তাহলে উপায়?
আর মশার উৎপাত বৃদ্ধি পেলেই মনে ম্যালেরিয়া কিংবা ডেঙ্গির মতো মশাবাহিত রোগের আশঙ্কাও উঁকি দিতে থাকে। সেই সমস্যা থেকে সুরক্ষিত থাকার জন্য আমরা বাজারচলতি রিপেল্যান্ট ব্যবহার করি। তবে তা প্রত্যাশিত ফল দেয় না। আর সব থেকে বড় কথা হল, ওইসব ব্যবহার করাও নিরাপদ নয়। তাহলে উপায়?
advertisement
3/7
আসলে সেই উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ওই সামগ্রী মশা তো তাড়াবেই, আর তা সম্পূর্ণ ভাবে নিরাপদ। এর জন্য বাজারে গিয়ে কিছু পাকা পাতিলেবু কিনে আনতে হবে। তারপর নিতে হবে কিছু লবঙ্গ, সর্ষের তেল, তুলো অথবা সলতে এবং কর্পূর।
আসলে সেই উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ওই সামগ্রী মশা তো তাড়াবেই, আর তা সম্পূর্ণ ভাবে নিরাপদ। এর জন্য বাজারে গিয়ে কিছু পাকা পাতিলেবু কিনে আনতে হবে। তারপর নিতে হবে কিছু লবঙ্গ, সর্ষের তেল, তুলো অথবা সলতে এবং কর্পূর।
advertisement
4/7
বাজার থেকে কিনে আনা পাতিলেবু ভাল করে ধুয়ে নিয়ে একটি ধারালো ছুরির সাহায্যে লেবুর মাথার দিকের কিছুটা অংশ কেটে নিতে হবে।
বাজার থেকে কিনে আনা পাতিলেবু ভাল করে ধুয়ে নিয়ে একটি ধারালো ছুরির সাহায্যে লেবুর মাথার দিকের কিছুটা অংশ কেটে নিতে হবে।
advertisement
5/7
এরপর একটি চামচ ব্যবহার করে লেবুর খোলা অংশ থেকে লেবুর রস বার করে নিতে হবে। তবে এটা সাবধানে করতে হবে। কারণ এই কাজ করতে গিয়ে লেবুটি নষ্ট হতে পারে। এবার লেবুর খোলা অংশ দিয়ে ভিতরে সর্ষের তেল, লবঙ্গ এবং কর্পূর ভরে নিতে হবে। এরপর ওই লেবুর উপরে একটি প্রদীপ রেখে তা জ্বালিয়ে দিতে হবে।
এরপর একটি চামচ ব্যবহার করে লেবুর খোলা অংশ থেকে লেবুর রস বার করে নিতে হবে। তবে এটা সাবধানে করতে হবে। কারণ এই কাজ করতে গিয়ে লেবুটি নষ্ট হতে পারে। এবার লেবুর খোলা অংশ দিয়ে ভিতরে সর্ষের তেল, লবঙ্গ এবং কর্পূর ভরে নিতে হবে। এরপর ওই লেবুর উপরে একটি প্রদীপ রেখে তা জ্বালিয়ে দিতে হবে।
advertisement
6/7
এই কৌশল অবলম্বন করার সময় দরজা-জানলা বন্ধ রাখা আবশ্যক। আর এটা করলে দেখা যাবে যে, ঘরে উল্লেখযোগ্য ভাবে মশার উৎপাত কমেছে। ঘরে যদি রাতের বেলায় প্রচুর মশা ঢুকে যায়, তাহলে একাধিক উপায় অবলম্বন করেও যদি লাভ না হয়, সেক্ষেত্রে উপরোক্ত এই কৌশল অবলম্বন করতে হবে।
এই কৌশল অবলম্বন করার সময় দরজা-জানলা বন্ধ রাখা আবশ্যক। আর এটা করলে দেখা যাবে যে, ঘরে উল্লেখযোগ্য ভাবে মশার উৎপাত কমেছে। ঘরে যদি রাতের বেলায় প্রচুর মশা ঢুকে যায়, তাহলে একাধিক উপায় অবলম্বন করেও যদি লাভ না হয়, সেক্ষেত্রে উপরোক্ত এই কৌশল অবলম্বন করতে হবে।
advertisement
7/7
এছাড়া লেবু অর্ধেক করে কেটে তার মধ্যে কিছু লবঙ্গ দিয়ে ঘরের যে কোনও স্থানে রাখা যেতে পারে। এটাও মশার উপদ্রব কমাতে কার্যকরী। এমনকী, গায়ে লবঙ্গ তেল লাগিয়ে নিলেও মশার কামড় থেকে নিজেকে বাঁচানো সম্ভব। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
এছাড়া লেবু অর্ধেক করে কেটে তার মধ্যে কিছু লবঙ্গ দিয়ে ঘরের যে কোনও স্থানে রাখা যেতে পারে। এটাও মশার উপদ্রব কমাতে কার্যকরী। এমনকী, গায়ে লবঙ্গ তেল লাগিয়ে নিলেও মশার কামড় থেকে নিজেকে বাঁচানো সম্ভব। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement