দীঘল চোখে বিস্তৃত আঁখিপল্লব ৷ এই বাঙ্ময়তা জুড়িহীন ৷ সেলেবদেরও পছন্দসই স্টাইল হল দীর্ঘ আঁখিপল্লব ৷ দেখে নিন, কী করে যত্ন নেবেন তার ৷ শিয়া বাটারে ভিটামিন এ এবং ভিটামিন ই আছে ৷ আঙুলে শিয়া বাটার নিয়ে আলতো করে বুলিয়ে নিন পল্লবের উপর ৷ তবে দেখবেন যেন ভিতরে ঢুকে না যায় ৷ এতে আঁখিপল্লব দ্রুত বাড়বে ৷ ক্যাস্টর অয়েলের ফ্যাটি অ্যাসিড চোখের পাতাকে ঘন ও বড় করতে সাহায্য করে ৷ কিউ-টিপের সাহায্যে আঁখিপল্লবে দিন ক্যাস্টর অয়েলের স্পর্শ ৷ নারকেল তেল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন ৷ এ বার আঙুলে করে ধীরে ধীরে লাগিয়ে নিন আঁখিপল্লবে ৷ ৩-৪ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন ৷ রোজই এই যত্নটুকু করতে পারেন ৷ লেবুর খোসা কুচিয়ে মিশিয়ে নিন অলিভ অয়েলের সঙ্গে ৷ তার পর ওই মিশ্রণ লাগান আঁখিপল্লবে ৷ এই মিশ্রণও চোখের পাতাকে ঘন করে ৷ রূপচর্চার ক্ষেত্রে ভিটামিন ই-কে বলা হয় অলরাউন্ডার ৷ ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে আঙুলের ডগায় তেল লাগিয়ে মালিশ করুন আঁখিপল্লবে ৷ দিনের যে কোনও সময়েই এই রূপটান করতে পারেন ৷ মাস্কারা লাগানোর আগেও অনেকে এই পরশ বুলিয়ে নেন চোখের পল্লবে ৷ বিভিন্ন এই রূপটানে আঁখিপল্লব ঘন হবে ঠিকই ৷ কিন্তু এগুলি চোখের ভিতরে ঢুকে গেলে সেটা ক্ষতিকর ৷ তাই খুব সাবধানে ব্যবহার করুন ৷ কোনওভাবে চোখে ঢুকে গেলে জলের ঝাপ্টা গিয়ে ভাল করে চোখ ধুয়ে ফেলুন ৷