শীতে ঠোঁট ফাটছে? উপকার পান এই ঘরোয়া উপায়ে !

Last Updated:
কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? জেনে নিন
1/7
শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের একস্ট্রা কেয়ারের প্রয়োজন। এই সময় ঠোঁট ফাটা নিয়ে সবাই সমস্যায় পড়েন
শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের একস্ট্রা কেয়ারের প্রয়োজন। এই সময় ঠোঁট ফাটা নিয়ে সবাই সমস্যায় পড়েন
advertisement
2/7
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হল ঠোঁট ৷ ঠোঁটে রোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট ৷ আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে ৷ আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া ৷ তা কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? চটপট পড়ে ফেলুন ৷
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হল ঠোঁট ৷ ঠোঁটে রোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট ৷ আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে ৷ আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া ৷ তা কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? চটপট পড়ে ফেলুন ৷
advertisement
3/7
ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন ৷
ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন ৷
advertisement
4/7
দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না ৷ রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট ৷ দেখবেন শুকনো চামড়া দূর হবে ৷
দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না ৷ রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট ৷ দেখবেন শুকনো চামড়া দূর হবে ৷
advertisement
5/7
গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন ৷ ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে ৷
গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন ৷ ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে ৷
advertisement
6/7
ঠোঁট বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান ৷
ঠোঁট বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান ৷
advertisement
7/7
প্রচুর জল খান ৷ শাক-সবজী, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন ৷
প্রচুর জল খান ৷ শাক-সবজী, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন ৷
advertisement
advertisement
advertisement