যৌনমিলনের সময় এই একটি কথা একদম বলা উচিত নয়, বললেই চরম অবিশ্বাসের জন্ম!

Last Updated:
সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, মিলনের সময় কথা বলার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
1/8
অনেকেই যৌনমিলনের সময় প্রিয় মানুষ, সঙ্গী, স্বামী-স্ত্রী, পার্টনারের সঙ্গে কথা বলতে, গল্প করতে পছন্দ করেন। হাসি-ঠাট্টা-প্রেম-কামের কথার মাঝেই শারীরিক মিলন পছন্দ অনেকের। কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, মিলনের সময় কথা বলার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
অনেকেই যৌনমিলনের সময় প্রিয় মানুষ, সঙ্গী, স্বামী-স্ত্রী, পার্টনারের সঙ্গে কথা বলতে, গল্প করতে পছন্দ করেন। হাসি-ঠাট্টা-প্রেম-কামের কথার মাঝেই শারীরিক মিলন পছন্দ অনেকের। কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, মিলনের সময় কথা বলার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
2/8
যৌনতা, মিলন খুবই স্বাভাবিক এবং সম্পর্ককে আরও মজবুত করার ভিত। সম্পর্ক বিশেষজ্ঞরা বলে থাকেন, শারীরিক সম্পর্ক যে কোনও জুটিতে একে অপরের প্রতি আরও বিশ্বাসী ও নির্ভরশীল করে তোলে। এবং এই নির্ভরশীলতা অবশ্যই ইতিবাচক হয়ে সামনে আসে।
যৌনতা, মিলন খুবই স্বাভাবিক এবং সম্পর্ককে আরও মজবুত করার ভিত। সম্পর্ক বিশেষজ্ঞরা বলে থাকেন, শারীরিক সম্পর্ক যে কোনও জুটিতে একে অপরের প্রতি আরও বিশ্বাসী ও নির্ভরশীল করে তোলে। এবং এই নির্ভরশীলতা অবশ্যই ইতিবাচক হয়ে সামনে আসে।
3/8
যৌনতার আগে-পরে এমন অনেক কথাই বলা হয় যা তখন সঠিক অর্থ বোঝালেও, মিলনের সময় উল্টো অর্থ বহন করতে পারে। ফলে মিলনের সময় কয়েকটি কথা একেবারেই বলা ঠিক নয় বলেই মত সম্পর্ক বিশেষজ্ঞদের। এতে অবিশ্বাসের জন্ম হতে পারে।
যৌনতার আগে-পরে এমন অনেক কথাই বলা হয় যা তখন সঠিক অর্থ বোঝালেও, মিলনের সময় উল্টো অর্থ বহন করতে পারে। ফলে মিলনের সময় কয়েকটি কথা একেবারেই বলা ঠিক নয় বলেই মত সম্পর্ক বিশেষজ্ঞদের। এতে অবিশ্বাসের জন্ম হতে পারে।
4/8
'এটুকুই?', 'আমি জানি না এটা করা ঠিক হবে কি না', 'আমার ওজন কমানোটা দরকার', 'এবার ওজনটা কমাও', 'কটা বাজে?'-- শারীরিক মিলনের সময় পার্টনারকে এই সমস্ত প্রশ্ন করতে না করেন বিশেষজ্ঞরা। এতে বিপরীত মানুষটিকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয় না।
'এটুকুই?', 'আমি জানি না এটা করা ঠিক হবে কি না', 'আমার ওজন কমানোটা দরকার', 'এবার ওজনটা কমাও', 'কটা বাজে?'-- শারীরিক মিলনের সময় পার্টনারকে এই সমস্ত প্রশ্ন করতে না করেন বিশেষজ্ঞরা। এতে বিপরীত মানুষটিকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয় না।
5/8
তবে এ সবের মাঝে 'আমি তোমাকে ভালবাসি' অর্থাৎ 'আই লভ ইউ' বলতে একেবারেই নিষেধ করে থাকেন বিশেষজ্ঞরা। কারণ, তাঁদের মতে, আই লভ ইউ আপনি যে কোনও সময় বলতে পারেন, কিন্তু যৌনমিলনের সময় নয়। তিনি আপনার প্রিয়, আপনি তাঁকে ভালবাসেন বলেই আপনারা মিলনে লিপ্ত হয়েছেন।
তবে এ সবের মাঝে 'আমি তোমাকে ভালবাসি' অর্থাৎ 'আই লভ ইউ' বলতে একেবারেই নিষেধ করে থাকেন বিশেষজ্ঞরা। কারণ, তাঁদের মতে, আই লভ ইউ আপনি যে কোনও সময় বলতে পারেন, কিন্তু যৌনমিলনের সময় নয়। তিনি আপনার প্রিয়, আপনি তাঁকে ভালবাসেন বলেই আপনারা মিলনে লিপ্ত হয়েছেন।
6/8
প্রেমের সবচেয়ে জনপ্রিয় এই তিন শব্দ মিলনের সময় অবিশ্বাসের জন্ম দিতে পারে। ফলে বিশেষজ্ঞদের পরামর্শ, মিলনের পর এই কথাগুলি যে ভরসা, বিশ্বাস দেয়, মিলনপর্ব চলাকালীন তা করে না। কেন আচমকা 'ভালবাসি' বলা হচ্ছে, তা প্রশ্ন জাগাতে পারে পার্টনারের মনে।
প্রেমের সবচেয়ে জনপ্রিয় এই তিন শব্দ মিলনের সময় অবিশ্বাসের জন্ম দিতে পারে। ফলে বিশেষজ্ঞদের পরামর্শ, মিলনের পর এই কথাগুলি যে ভরসা, বিশ্বাস দেয়, মিলনপর্ব চলাকালীন তা করে না। কেন আচমকা 'ভালবাসি' বলা হচ্ছে, তা প্রশ্ন জাগাতে পারে পার্টনারের মনে।
7/8
এছাড়াও আগের কোনও সম্পর্ক থাকলে সেই প্রসঙ্গ টেনে আনতেই নিষেধ করেন বিশেষজ্ঞরা। অন্য সময় এ নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু মিলনের সময় পুরনো প্রেমের কথা মনে করা ঠিক হবে না মত তাঁদের।
এছাড়াও আগের কোনও সম্পর্ক থাকলে সেই প্রসঙ্গ টেনে আনতেই নিষেধ করেন বিশেষজ্ঞরা। অন্য সময় এ নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু মিলনের সময় পুরনো প্রেমের কথা মনে করা ঠিক হবে না মত তাঁদের।
8/8
ভুল করেও কোনও ভাবে সম্পর্ক ভাঙার ইচ্ছে থাকলে, তা মিলনের সময় বলবেন না। এতে যে কারও মানসিক আঘাত এমন পর্যায়ে চলে যেতে পারে যে, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফলে ব্রেক আপের কথাও যৌনতার সময় কখওনই বলা উচিত নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতিবেদনে সব প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে।)
ভুল করেও কোনও ভাবে সম্পর্ক ভাঙার ইচ্ছে থাকলে, তা মিলনের সময় বলবেন না। এতে যে কারও মানসিক আঘাত এমন পর্যায়ে চলে যেতে পারে যে, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফলে ব্রেক আপের কথাও যৌনতার সময় কখওনই বলা উচিত নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতিবেদনে সব প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে।)