Healthcare: অযত্নে বেড়ে ওঠা এই আগাছাই লিভার ও কিডনির রোগের যম! জানুন চিকিৎসকের মত

Last Updated:
Healthcare: বাড়ির পাশেই পেয়ে যাবেন এই গাছ! আগাছা ভেবে ফেলে দেবেন না! গুণ জানলে চমকে যাবেন
1/5
অযত্নে বেড়ে ওঠা আগাছা লিভার ও কিডনির জন্য দারুণ উপকারী। লিভারের রোগ সারাতে এই গাছের জুড়ি নেই। এক কথায় অযত্নের এই গাছ লিভারের রোগ সারাতে অমূল্য ঔষধি।
অযত্নে বেড়ে ওঠা আগাছা লিভার ও কিডনির জন্য দারুণ উপকারী। লিভারের রোগ সারাতে এই গাছের জুড়ি নেই। এক কথায় অযত্নের এই গাছ লিভারের রোগ সারাতে অমূল্য ঔষধি।
advertisement
2/5
এই গাছের কাঁচা শিকড় ৩ - ৪ গ্ৰাম অথবা শুকনো শিকড় ২ গ্ৰাম, ৩-৪টি গোলমরিচ সহ পান্তা ভাতের জল দিয়ে বেটে সকালে-বিকালে খালিপেটে খেলে ৭ থেকে ১০ দিনে জন্ডিস উপশম পাওয়া যেতে পারে।
এই গাছের কাঁচা শিকড় ৩ - ৪ গ্ৰাম অথবা শুকনো শিকড় ২ গ্ৰাম, ৩-৪টি গোলমরিচ সহ পান্তা ভাতের জল দিয়ে বেটে সকালে-বিকালে খালিপেটে খেলে ৭ থেকে ১০ দিনে জন্ডিস উপশম পাওয়া যেতে পারে।
advertisement
3/5
এই গাছ গাছ মূত্রকৃচ্ছতায় খুব‌ই উপকারী। কাঁচা গাছ ১০ - ১২ গ্ৰাম অথবা শুকনো গাছ ৫ - ৬ গ্ৰাম, ২০০- ২৫০ গ্ৰাম জলে ফুটিয়ে ঠান্ডা হলে। দিনে দু'বার করে নিয়মিত ৮ - ১০ দিন খেলে, ইউরিনারি ট্র‍্যাক্ট ইনফেকশন, প্রষ্টেটাইটিস, এবং গণোরিয়া জাতীয় রোগের সমস্যা মিটতে পারে।
এই গাছ গাছ মূত্রকৃচ্ছতায় খুব‌ই উপকারী। কাঁচা গাছ ১০ - ১২ গ্ৰাম অথবা শুকনো গাছ ৫ - ৬ গ্ৰাম, ২০০- ২৫০ গ্ৰাম জলে ফুটিয়ে ঠান্ডা হলে। দিনে দু'বার করে নিয়মিত ৮ - ১০ দিন খেলে, ইউরিনারি ট্র‍্যাক্ট ইনফেকশন, প্রষ্টেটাইটিস, এবং গণোরিয়া জাতীয় রোগের সমস্যা মিটতে পারে।
advertisement
4/5
পাকস্থলীর নানা সমস্যায় ভুঁইআমলা দারুণ কার্যকরী। এই গাছের শিকড় ও গোলমরিচের সঙ্গে ৭-৮ টি কালমেঘ পাতা, পান্তা ভাতের জল দিয়ে বেটে এক‌ই নিয়মে খেলে উপকার পাওয়া যায়।
পাকস্থলীর নানা সমস্যায় ভুঁইআমলা দারুণ কার্যকরী। এই গাছের শিকড় ও গোলমরিচের সঙ্গে ৭-৮ টি কালমেঘ পাতা, পান্তা ভাতের জল দিয়ে বেটে এক‌ই নিয়মে খেলে উপকার পাওয়া যায়।
advertisement
5/5
পেটখারাপ ও সাদা আমাশায় ভুঁইআমলা গাছের কাঁচা পাতার রস এক চামচ করে সকাল বিকাল খালিপেটে নিয়মিতভবে ৫ - ৬ দিন খেলে। দীর্ঘ রোগভোগের পর এই রস এক‌ই নিয়মে ৩ - ৪ টি গোলমরিচের গুঁড়ো সমেত সকাল - বিকাল বেশ কিছু দিন খেলে বলদায়ক টনিকের মত কাজ করে। এ প্রসঙ্গে ডাঃ সৌরেন্দু শেখার বিশ্বাস আরও জানান, কিডনি ও ইউরিনারি ব্লাডারের অসুখে, বিশেষ করে প্রস্রাবের জ্বালা যন্ত্রনায় ও মূত্র কৃচ্ছতায় খুব‌ই কার্যকরী।
পেটখারাপ ও সাদা আমাশায় ভূঁইআমলা গাছের কাঁচা পাতার রস এক চামচ করে সকাল বিকাল খালিপেটে নিয়মিতভবে ৫ - ৬ দিন খেলে। দীর্ঘ রোগভোগের পর এই রস এক‌ই নিয়মে ৩ - ৪ টি গোলমরিচের গুঁড়ো সমেত সকাল - বিকাল বেশ কিছু দিন খেলে বলদায়ক টনিকের মত কাজ করে। এ প্রসঙ্গে ডাঃ সৌরেন্দু শেখার বিশ্বাস আরও জানান, কিডনি ও ইউরিনারি ব্লাডারের অসুখে, বিশেষ করে প্রস্রাবের জ্বালা যন্ত্রনায় ও মূত্র কৃচ্ছতায় খুব‌ই কার্যকরী।
advertisement
advertisement
advertisement