#WorldSleepDay: বিছানায় শোওয়ার ধরন বলে দেবে কেমন আপনার সেক্স লাইফ

Last Updated:
আপনার শোওয়ার ধরন বলে দেবে কেমন আপনার সেক্স লাইফ
1/7
যৌনতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মিলিত না হয়েও বোঝা যায় কোন ব্যক্তি কেমন যৌনতা পছন্দ করেন। কীভাবে? শোওয়ার ধরন দেখে। (Photo collected)
যৌনতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মিলিত না হয়েও বোঝা যায় কোন ব্যক্তি কেমন যৌনতা পছন্দ করেন। কীভাবে? শোওয়ার ধরন দেখে। (Photo collected)
2/7
পিছন থেকে জড়িয়ে ধরে শোওয়া - শোয়ার এই ধরন যেমন মিষ্টি, তেমনই রোম্যান্টিক। এ থেকে বোঝা যায় একজন অন্যজনের কতটা যত্ন নেয়। এই পজিশনে তারাই শোয়ে যৌনতা যাদের প্যাশন। এছাড়া দু’জনের মধ্যে বিশ্বাস থাকলেও এই পজিশন নিজে থেকেই চলে আসে। (Photo collected)
পিছন থেকে জড়িয়ে ধরে শোওয়া - শোয়ার এই ধরন যেমন মিষ্টি, তেমনই রোম্যান্টিক। এ থেকে বোঝা যায় একজন অন্যজনের কতটা যত্ন নেয়। এই পজিশনে তারাই শোয়ে যৌনতা যাদের প্যাশন। এছাড়া দু’জনের মধ্যে বিশ্বাস থাকলেও এই পজিশন নিজে থেকেই চলে আসে। (Photo collected)
3/7
পিছন ফিরে শোওয়া - সঙ্গীর দিকে পিছন ফিরে অনেকেই শোয়। অনেকসময় দু’জনের মধ্যে শারীরিক কোনও যোগাযোগ থাকে না। এটি সম্পর্কের নিরাপত্তা বোঝায়। এ থেকে বোঝা যায় দু’জন দু’জনের প্রতি শ্রদ্ধাশীল। (Photo collected)
পিছন ফিরে শোওয়া - সঙ্গীর দিকে পিছন ফিরে অনেকেই শোয়। অনেকসময় দু’জনের মধ্যে শারীরিক কোনও যোগাযোগ থাকে না। এটি সম্পর্কের নিরাপত্তা বোঝায়। এ থেকে বোঝা যায় দু’জন দু’জনের প্রতি শ্রদ্ধাশীল। (Photo collected)
4/7
শরীরী স্পর্শ রেখে পিছন ফিরে শোয়া - কেউ সঙ্গীর দিকে পিছন ফিরে শুয়ে আছে, অথচ দুই শরীরের মধ্যে স্পর্শ আছে। এমন ঘটনা সাধারনত নতুন দম্পতিদের মধ্যে দেখা যায়। (Photo collected)
শরীরী স্পর্শ রেখে পিছন ফিরে শোয়া - কেউ সঙ্গীর দিকে পিছন ফিরে শুয়ে আছে, অথচ দুই শরীরের মধ্যে স্পর্শ আছে। এমন ঘটনা সাধারনত নতুন দম্পতিদের মধ্যে দেখা যায়। (Photo collected)
5/7
বিছানা জুড়ে শোওয়া - কারোর আবার ঘুমোনোর জন্য প্রচুর জায়গা দরকার হয়। এরা সম্পূর্ণ বিছানাজুড়ে শুয়ে থাকে। আর সঙ্গী থাকে একপাশে। এসব তখনই হয় যখন সম্পর্ক কোনও সমস্যার মধ্যে দিয়ে যায়। একজন এক্ষেত্রে নিজের ক্ষমতা জাহির করতে চায়। চরিত্রগত দিক থেকে তারা হয় স্বার্থপর। (Photo collected)
বিছানা জুড়ে শোওয়া - কারোর আবার ঘুমোনোর জন্য প্রচুর জায়গা দরকার হয়। এরা সম্পূর্ণ বিছানাজুড়ে শুয়ে থাকে। আর সঙ্গী থাকে একপাশে। এসব তখনই হয় যখন সম্পর্ক কোনও সমস্যার মধ্যে দিয়ে যায়। একজন এক্ষেত্রে নিজের ক্ষমতা জাহির করতে চায়। চরিত্রগত দিক থেকে তারা হয় স্বার্থপর। (Photo collected)
6/7
জড়িয়ে শোওয়া - দম্পতি বা প্রেমিক-প্রেমিকার একে অপরকে জড়িয়ে শোওয়া এমন কিছু নতুন নয়। এই সময় একজনের পায়ের মাঝে থাকে আরেকজনের পা। বাহুবন্ধনও থাকে অন্যজনকে ঘিরে।  এমন পজিশনের মানে দু’জন দু’জনের উপর যথেষ্ট নির্ভরশীল। (Photo collected)
জড়িয়ে শোওয়া - দম্পতি বা প্রেমিক-প্রেমিকার একে অপরকে জড়িয়ে শোওয়া এমন কিছু নতুন নয়। এই সময় একজনের পায়ের মাঝে থাকে আরেকজনের পা। বাহুবন্ধনও থাকে অন্যজনকে ঘিরে। এমন পজিশনের মানে দু’জন দু’জনের উপর যথেষ্ট নির্ভরশীল। (Photo collected)
7/7
সঙ্গীর বুকে মাথা রেখে শোয়ার মধ্যে রোম্যান্টিকতা আছে ভরপুর। কিন্তু এই ধরন এও বলে, দু’জন দু’জনের প্রতি যত্নশীল। এটি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। সাধারণত নতুন সম্পর্কের ক্ষেত্রে এটি দেখা যায়। (Photo collected)
সঙ্গীর বুকে মাথা রেখে শোয়ার মধ্যে রোম্যান্টিকতা আছে ভরপুর। কিন্তু এই ধরন এও বলে, দু’জন দু’জনের প্রতি যত্নশীল। এটি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। সাধারণত নতুন সম্পর্কের ক্ষেত্রে এটি দেখা যায়। (Photo collected)