Health Tips: মূত্র ত্যাগের সময় নিয়মিত নজর রাখুন , লাল-নীল-বাদামী রঙের হচ্ছে না তো প্রস্রাব তাহলেই সাবধান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Health Tips: প্রস্রাবের রঙেই লুকিয়ে আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি...
advertisement
আপনি যদি বিট বা বেরি খান তাহলে আপনার প্রস্রাব লাল কিম্বা গোলাপি রঙের হতেই পারে৷ কিন্তু তা যদি না হয় তাহলেও আপনার যদি প্রস্রাবের রং লাল বা গোলাপী দেখায়, তাহলে তার মানে প্রস্রাবে দিয়ে রক্ত বয়ে আসছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন৷ এর অনেক অর্থ হতে পারে যেমন মূত্রাশয় ক্যান্সার, কিডনি সমস্যা বা বর্ধিত প্রস্টেট গ্ল্যান্ড৷ Photo- Representative
advertisement
যদি আপনার প্রস্রাব গাঢ় বাদামী বা চায়ের লিকারের রঙের হয় তবে এর মানে হল যে আপনি সম্ভবত প্রয়োজনের তুলনায় কম জল পান করছেন। তবে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরেও যদি কারোর প্রস্রাবের রঙ পরিবর্তন না হয়, তাহলে তা লিভার বা অন্য কোনও আভ্যন্তরীন শারীরিক সমস্যা আছে এটাই এর মানে হতে পারে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement