Health Tips: হিপ-পকেটে মানিব্যাগ রাখার অভ্যেস নাকি? এর ফলে ঘটতে পারে মারাত্বক বিপদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Health Tips: মানিব্যাগ হয়ে যায় ওজন ও আকৃতিতে বেশ অনেকটাই ভারী ও মোটাসোটা। এর ফলে পকেটমারের ঝুঁকি তো থাকেই। কিন্তু পাশাপাশি সঙ্গে থাকে আরও মারাত্মক বিপদ।
বাইরে বেরোনোর সময় আপনি আপনার মানিব্যাগ কোথায় রাখেন? প্যান্টের পিছনের (Health Tips) পকেটে নিশ্চই? যখন আপনি বাইরে বেরোন, তখন মানিব্যাগ কোথায় থাকে? বুক পকেটে নিশ্চই নয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের পার্স থাকে হিপ পকেটেই (Moneybah In hip Pocket)। পশ্চিমি পোশাক পরলে মহিলাদের মধ্যেও একই অভ্যাস দেখা যায়।
advertisement
আর বেশিরভাগ ক্ষেত্রেই মানিব্যাগে কিন্তু শুধুই টাকা রাখেন না কেউ। টাকার পাশাপাশি প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কাগজ, ভিজিটিং কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড, মেট্রোর স্মার্টকার্ড ফোন নম্বর ইত্যাদি ব্যক্তির ওয়ালেটে থাকে সবই। ফলে, মানিব্যাগ হয়ে যায় ওজন ও আকৃতিতে বেশ অনেকটাই ভারী ও মোটাসোটা। এর ফলে পকেটমারের ঝুঁকি তো থাকেই।
advertisement
advertisement
advertisement
advertisement