Health Tips: ৭ দিনের-ও বেশি পিরিয়ড থাকছে? কতটা দুশ্চিন্তার? কী রোগ বাসা বাঁধল শরীরে? যা বলছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাধারণত পিরিয়ড চলে ৩-৭ দিন পর্যন্ত। ৭ দিনের বেশি যদি পিরিয়ড থাকে, তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ৭ দিনের বেশি পিরিয়ড চলতে থাকলে, চিন্তার বিষয়।
advertisement
অনেক দিন ধরে পিরিয়ড হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে মেনোরেজিয়া। দেশের ১৫–৪৪ বছর বয়সের মহিলাদের ১০০ জনের মধ্যে ১৬ জন মেনোরেজিয়ায় আক্রান্ত হন। সাধারণত প্রতিটি ঋতুচক্রে গড়ে ৩০-৪০ মিলিলিটার রক্ত বার হয়। কিন্তু যখন ৮০ মিলিলিটার বা তার থেকে বেশি রক্তপাত হয়, তখন তাকে বলে 'হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং' । কী কী কারণে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়?
advertisement
শরীরের হরমোনের তারতম্যের কারণেও পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা থাইরয়েড-এ আক্রান্ত হলে শরীরে হরমোনের ওঠা-নামা হয়। পিউবার্টি বা পেরিমেনোপজ-এর সময়-ও হরমোনের ভারসাম্য বজায় থাকে না। শরীরের হরমোনের মাত্রা সঠিক না থাকলে, বা মেন্সট্রুয়াল সাইকেলে পর্যাপ্ত পরিমাণে ওভিউলেশন না হলে ইউটেরাসের লাইনিং মোটা হয়ে যায়। পিরিয়ডের সময় সেই লাইনিং যখন খসে যায়, তখন বেশি পিরিয়ড হয়।
advertisement
advertisement
advertisement
advertisement