Health Tips: ৭ দিনের-ও বেশি পিরিয়ড থাকছে? কতটা দুশ্চিন্তার? কী রোগ বাসা বাঁধল শরীরে? যা বলছে গবেষণা

Last Updated:
সাধারণত পিরিয়ড চলে ৩-৭ দিন পর্যন্ত। ৭ দিনের বেশি যদি পিরিয়ড থাকে, তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ৭ দিনের বেশি পিরিয়ড চলতে থাকলে, চিন্তার বিষয়।
1/7
সাধারণত পিরিয়ড চলে ৩-৭ দিন পর্যন্ত। ৭ দিনের বেশি যদি পিরিয়ড থাকে, তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ৭ দিনের বেশি পিরিয়ড চলতে থাকলে, চিন্তার বিষয়।
সাধারণত পিরিয়ড চলে ৩-৭ দিন পর্যন্ত। ৭ দিনের বেশি যদি পিরিয়ড থাকে, তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ৭ দিনের বেশি পিরিয়ড চলতে থাকলে, চিন্তার বিষয়।
advertisement
2/7
অনেক দিন ধরে পিরিয়ড হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে মেনোরেজিয়া। দেশের ১৫–৪৪ বছর বয়সের মহিলাদের ১০০ জনের মধ্যে ১৬ জন মেনোরেজিয়ায় আক্রান্ত হন। সাধারণত প্রতিটি ঋতুচক্রে গড়ে ৩০-৪০ মিলিলিটার রক্ত বার হয়। কিন্তু যখন ৮০ মিলিলিটার বা তার থেকে বেশি রক্তপাত হয়, তখন তাকে বলে 'হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং' । কী কী কারণে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়?
অনেক দিন ধরে পিরিয়ড হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে মেনোরেজিয়া। দেশের ১৫–৪৪ বছর বয়সের মহিলাদের ১০০ জনের মধ্যে ১৬ জন মেনোরেজিয়ায় আক্রান্ত হন। সাধারণত প্রতিটি ঋতুচক্রে গড়ে ৩০-৪০ মিলিলিটার রক্ত বার হয়। কিন্তু যখন ৮০ মিলিলিটার বা তার থেকে বেশি রক্তপাত হয়, তখন তাকে বলে 'হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং' । কী কী কারণে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়?
advertisement
3/7
শরীরের হরমোনের তারতম্যের কারণেও পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা থাইরয়েড-এ আক্রান্ত হলে শরীরে হরমোনের ওঠা-নামা হয়। পিউবার্টি বা পেরিমেনোপজ-এর সময়-ও হরমোনের ভারসাম্য বজায় থাকে না। শরীরের হরমোনের মাত্রা সঠিক না থাকলে, বা মেন্সট্রুয়াল সাইকেলে পর্যাপ্ত পরিমাণে ওভিউলেশন না হলে ইউটেরাসের লাইনিং মোটা হয়ে যায়। পিরিয়ডের সময় সেই লাইনিং যখন খসে যায়, তখন বেশি পিরিয়ড হয়।
শরীরের হরমোনের তারতম্যের কারণেও পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা থাইরয়েড-এ আক্রান্ত হলে শরীরে হরমোনের ওঠা-নামা হয়। পিউবার্টি বা পেরিমেনোপজ-এর সময়-ও হরমোনের ভারসাম্য বজায় থাকে না। শরীরের হরমোনের মাত্রা সঠিক না থাকলে, বা মেন্সট্রুয়াল সাইকেলে পর্যাপ্ত পরিমাণে ওভিউলেশন না হলে ইউটেরাসের লাইনিং মোটা হয়ে যায়। পিরিয়ডের সময় সেই লাইনিং যখন খসে যায়, তখন বেশি পিরিয়ড হয়।
advertisement
4/7
বিশেষ কিছু ওষুধ খেলে পিরিয়ড বেশি হয়। যেমন কনট্রাসেপটিভ বা গর্ভনিরোধক ওষুধ। অ্যাসপিরিন ও অন্যান্য ব্লাড থিনার, অ্যান্টি-ইনফ্রেমেটরি ওষুধ। পাশাপাশি, একটপিক প্রেগন্যান্সি বা মিসক্যারেজ হলে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়।
বিশেষ কিছু ওষুধ খেলে পিরিয়ড বেশি হয়। যেমন কনট্রাসেপটিভ বা গর্ভনিরোধক ওষুধ। অ্যাসপিরিন ও অন্যান্য ব্লাড থিনার, অ্যান্টি-ইনফ্রেমেটরি ওষুধ। পাশাপাশি, একটপিক প্রেগন্যান্সি বা মিসক্যারেজ হলে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়।
advertisement
5/7
ইউটেরাইন ফাইব্রয়েড ও পলিপ হলে পিরিয়ড লম্বা সময় পর্যন্ত স্থায়ী হয়। থাইরয়েড রোগীদের ক্ষেত্রেও পিরিয়ড বেশি হতে পারে, বিশেষ করে যদি হাইপোথাইরয়েডিজম থাকে।
ইউটেরাইন ফাইব্রয়েড ও পলিপ হলে পিরিয়ড লম্বা সময় পর্যন্ত স্থায়ী হয়। থাইরয়েড রোগীদের ক্ষেত্রেও পিরিয়ড বেশি হতে পারে, বিশেষ করে যদি হাইপোথাইরয়েডিজম থাকে।
advertisement
6/7
ওবেসিটি বা ওজন অতিরিক্ত বেশি হলে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়। কেন? ফ্যাট টিস্যুর কারণে শরীরে বেশি মাত্রায় এস্ট্রোজেন হরমোন নিসৃত হয়। এই এস্ট্রোজেন-এর কারণেই বেশি পিরিয়ড হয়।
ওবেসিটি বা ওজন অতিরিক্ত বেশি হলে পিরিয়ড বেশিদিন স্থায়ী হয়। কেন? ফ্যাট টিস্যুর কারণে শরীরে বেশি মাত্রায় এস্ট্রোজেন হরমোন নিসৃত হয়। এই এস্ট্রোজেন-এর কারণেই বেশি পিরিয়ড হয়।
advertisement
7/7
 ৪৫ বছর বয়সের পর ঋতুস্রাবের মাত্রা কমে যায়। যদি ৫০ পেরিয়ে যাওয়ার পরে অতিরিক্ত ঋতুস্রাব হয়, তা কিন্তু মারাত্মক অসুখের লক্ষণ হতে পারে। বিশেষ করে, ইউটেরাস ও সার্ভিক্স-এর ক্যানসার হলে পিরিয়ড লম্বা সময় পর্যন্ত স্থায়ী হয়।
৪৫ বছর বয়সের পর ঋতুস্রাবের মাত্রা কমে যায়। যদি ৫০ পেরিয়ে যাওয়ার পরে অতিরিক্ত ঋতুস্রাব হয়, তা কিন্তু মারাত্মক অসুখের লক্ষণ হতে পারে। বিশেষ করে, ইউটেরাস ও সার্ভিক্স-এর ক্যানসার হলে পিরিয়ড লম্বা সময় পর্যন্ত স্থায়ী হয়।
advertisement
advertisement
advertisement