Healthcare: সাবধান! গর্ভাবস্থায় ভুলেও খাবেন না এই ফল, হতে পারে চরম ক্ষতি! উত্তর দিলেন বিশিষ্ট গাইনেকোলজিস্ট

Last Updated:
Health Tips for Pregnant Women: আনারসে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন উপাদান থাকেম যা অগ্রিম গর্ভপাত ঘটায় আবার বাচ্চার মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে।
1/6
সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান জন্ম দেওয়া প্রত্যেক গর্ভবতী মায়ের ইচ্ছে। আর স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ্যভাবেই নবজাতক পৃথিবীর আলো দেখুক সব নারীই চান। কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কিছু ভুলের কারণে গর্ভবতী মহিলা সুস্থ এবং স্বাস্থ্যবান সন্তান জন্ম দিতে পারেন না।
সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান জন্ম দেওয়া প্রত্যেক গর্ভবতী মায়ের ইচ্ছে। আর স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ্যভাবেই নবজাতক পৃথিবীর আলো দেখুক সব নারীই চান। কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কিছু ভুলের কারণে গর্ভবতী মহিলা সুস্থ এবং স্বাস্থ্যবান সন্তান জন্ম দিতে পারেন না।
advertisement
2/6
প্রথমবারের মতো গর্ভবতী হওয়া একজন গর্ভবতী মা কী খাবেন এবং কী এড়িয়ে চলবেন সে সম্পর্কে একেবারেই অজ্ঞ থাকেন। এই সময় গর্ভাবস্থায় ফল হিসাবে আনারস খাওয়া যাবে কি যাবে না তা নিয়ে অনেক প্রচলিত ধারণা আছে।
প্রথমবারের মতো গর্ভবতী হওয়া একজন গর্ভবতী মা কী খাবেন এবং কী এড়িয়ে চলবেন সে সম্পর্কে একেবারেই অজ্ঞ থাকেন। এই সময় গর্ভাবস্থায় ফল হিসাবে আনারস খাওয়া যাবে কি যাবে না তা নিয়ে অনেক প্রচলিত ধারণা আছে।
advertisement
3/6
 তার থেকে প্রসুতি মায়েরাবিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। তবে আদৌও খাওয়া যাবে কিনা এই বিষয়ে পরামর্শ দিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য শাস্ত্র আধিকারিক ৩ চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস।
তার থেকে প্রসুতি মায়েরাবিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। তবে আদৌও খাওয়া যাবে কিনা এই বিষয়ে পরামর্শ দিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য শাস্ত্র আধিকারিক ৩ চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস।
advertisement
4/6
আনারস একটি পুষ্টি সমৃদ্ধ ফল হলেও এ ফলটি থেকে গর্ভবতী নারীকে একটু দূরেই থাকতে বলা হয়। গর্ভাবস্থার অতিরিক্ত যেকোনো কিছুর মতোই বেশি বেশি আনারস খাওয়া অস্বস্তিদায়ক উপসর্গ তৈরি করে।
আনারস একটি পুষ্টি সমৃদ্ধ ফল হলেও এ ফলটি থেকে গর্ভবতী নারীকে একটু দূরেই থাকতে বলা হয়। গর্ভাবস্থার অতিরিক্ত যেকোনো কিছুর মতোই বেশি বেশি আনারস খাওয়া অস্বস্তিদায়ক উপসর্গ তৈরি করে।
advertisement
5/6
আনারসে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন উপাদান থাকে যা অগ্রিম গর্ভপাত ঘটায় আবার বাচ্চার মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, আনারসের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন। এ এনজাইমটি সারভিক্সকে নরম করে দেয় এবং জরায়ুর সংকোচনকে উদ্দীপ্ত করে।
আনারসে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন উপাদান থাকে যা অগ্রিম গর্ভপাত ঘটায় আবার বাচ্চার মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, আনারসের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন। এ এনজাইমটি সারভিক্সকে নরম করে দেয় এবং জরায়ুর সংকোচনকে উদ্দীপ্ত করে।
advertisement
6/6
এ কারণে আগেভাগে সন্তান জন্ম হতে পারে, যেটি মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।ছাড়া ব্রোমেলেইন গর্ভপাতও ঘটিয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। (তথ্য-জুলফিকার মোল্যা)
এ কারণে আগেভাগে সন্তান জন্ম হতে পারে, যেটি মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।ছাড়া ব্রোমেলেইন গর্ভপাতও ঘটিয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। (তথ্য-জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement