Health Tips Finger Knuckle Cracking: আঙুল ফাটিয়ে মজা! এতে হাড়ের ক্ষয় নাকি জাস্ট আরাম? চমকে যাবেন শুনলে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Tips Finger Knuckle Cracking: আঙুল ফাটানোর এই অভ্যেস কি শরীরের কোনও ক্ষতি করে? হাড়ের ক্ষয়, আর্থারাইটিসের সম্ভাবনা উস্কে দেয়? নাকি এটা শুধুই মজা? বিশেষজ্ঞদের দাবি শুনলে আপনি কিন্তু চমকে যাবেন।
অজান্তে আনমনে, কখনও আবার শুধুমাত্র অভ্যেসের বশে অনেকেই আঙুল মটকান বা ফাটান। চুপ করে বসে থেকেও আঙুল ফাটাতে দেখা যায় অনেককে। কাউকে আবার গভীর চিন্তায় মগ্ন থাকা অবস্থাতেও আঙুল মটকাতে দেখা যায়। আঙুল ফাটিয়ে মজা পান অনেকেই। যেন মনে হয় আঙুলগুলোতে যে জড়তা ছিল তা মটকানোর পরই অনেক স্মুথ হয়ে গেল। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দেখা গিয়েছে, যাঁরা ঘন ঘন আঙুল মটকান, তাঁদের আঙুলের স্নায়ুর পাশাপাশি শরীরের অন্য় স্নায়ুরও ক্ষতি হতে পারে। আঙুল মটকালে হাড়ের সংযোগস্থলের কোষের ক্ষতি হয়। এমনকী, লিগামেন্টও ছিঁড়ে যেতে পারে। আঙুল ফাটানোর অভ্যেস থাকলে তা বন্ধ করাই ভাল। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)