Health Tips: শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্রাব চেপে রাখেন? শরীরে এর ফল কী হচ্ছে জানুন...

Last Updated:
জল কম খাওয়া যেমন ক্ষতিকর, প্রস্রাব দীর্ঘক্ষণ শরীরের ভিতরে রাখাটাও ক্ষতিকর (Health Tips)।
1/6
কেউ অভ্যাসবশত তো কেউ পরিস্থিতির চাপে সঠিক সময়ে প্রস্রাব করতে পারেন না (Health Tips)। যেমন মহিলারা উপযুক্ত পরিবেশের অভাবে বা রাস্তাঘাটে শৌচালয় না পাওয়ায় প্রস্রাব চেপে রাখতে বাধ্য হন দীর্ঘক্ষণ। অনেকেই এই সমস্যার কারণে জন্য খুব কম জল খান (Health Tips)। অনেকে আবার ইচ্ছে করেই দীর্ঘ সময় প্রস্রাব চেপে শেষ মুহূর্তে যান।
কেউ অভ্যাসবশত তো কেউ পরিস্থিতির চাপে সঠিক সময়ে প্রস্রাব করতে পারেন না (Health Tips)। যেমন মহিলারা উপযুক্ত পরিবেশের অভাবে বা রাস্তাঘাটে শৌচালয় না পাওয়ায় প্রস্রাব চেপে রাখতে বাধ্য হন দীর্ঘক্ষণ। অনেকেই এই সমস্যার কারণে জন্য খুব কম জল খান (Health Tips)। অনেকে আবার ইচ্ছে করেই দীর্ঘ সময় প্রস্রাব চেপে শেষ মুহূর্তে যান।
advertisement
2/6
জল কম খাওয়া যেমন ক্ষতিকর, প্রস্রাব দীর্ঘক্ষণ শরীরের ভিতরে রাখাটাও ক্ষতিকর (Health Tips)। এর ফলে মূত্রথলি বা ব্লাডারে অত্যন্ত চাপ পড়ে এবং শরীরে নানাবিধ ক্ষতি হয়।
জল কম খাওয়া যেমন ক্ষতিকর, প্রস্রাব দীর্ঘক্ষণ শরীরের ভিতরে রাখাটাও ক্ষতিকর (Health Tips)। এর ফলে মূত্রথলি বা ব্লাডারে অত্যন্ত চাপ পড়ে এবং শরীরে নানাবিধ ক্ষতি হয়।
advertisement
3/6
মানুষের মূত্রথলিতে সর্বাধিক ১৬ আউন্স বা দু'কাপের মতো মূত্র জমা হতে পারে। কত তাড়াতাড়ি মূত্রথলি পূর্ণ হবে তা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রতি মানুষের ক্ষেত্রেই তা ভিন্ন।
মানুষের মূত্রথলিতে সর্বাধিক ১৬ আউন্স বা দু'কাপের মতো মূত্র জমা হতে পারে। কত তাড়াতাড়ি মূত্রথলি পূর্ণ হবে তা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রতি মানুষের ক্ষেত্রেই তা ভিন্ন।
advertisement
4/6
দীর্ক্ষক্ষণ প্রস্রাব না করলে মূত্রনালিতে সংক্রমণ হতে পারে। কারণ মূত্রথলিতে জমে থাকা প্রস্রাব ব্যাকটিরিয়ার বৃদ্ধি ঘটায়।
দীর্ক্ষক্ষণ প্রস্রাব না করলে মূত্রনালিতে সংক্রমণ হতে পারে। কারণ মূত্রথলিতে জমে থাকা প্রস্রাব ব্যাকটিরিয়ার বৃদ্ধি ঘটায়।
advertisement
5/6
এর ফলে বড়সড় ক্ষতি হতে পারে কিডনিরও। মূত্রথলির সঙ্গে কিডনি যুক্ত থাকে। কি়ডনিতে এক দিকে যেমন সংক্রমণের আশঙ্কা থাকে, অন্য দিকে এর ফলে কিডনির উপরও প্রবল চাপ পড়ে। তাতে কিডনি বিকল হওয়ারও সম্ভাবনা থেকে যায়।
এর ফলে বড়সড় ক্ষতি হতে পারে কিডনিরও। মূত্রথলির সঙ্গে কিডনি যুক্ত থাকে। কি়ডনিতে এক দিকে যেমন সংক্রমণের আশঙ্কা থাকে, অন্য দিকে এর ফলে কিডনির উপরও প্রবল চাপ পড়ে। তাতে কিডনি বিকল হওয়ারও সম্ভাবনা থেকে যায়।
advertisement
6/6
প্রস্রাবের মাধ্যমে শরীরের টক্সিন দূর হয়। প্রস্রাব দেহ থেকে না বের হলে শরীরে টক্সিন জমতে শুরু করে। যা খুবই ক্ষতিকর।
প্রস্রাবের মাধ্যমে শরীরের টক্সিন দূর হয়। প্রস্রাব দেহ থেকে না বের হলে শরীরে টক্সিন জমতে শুরু করে। যা খুবই ক্ষতিকর।
advertisement
advertisement
advertisement