HHealth Tips: লেবু-নুন মাখিয়ে ভুট্টা পোড়ার স্বাদ লোভনীয়! ভুট্টা খেলে শরীরে কী কী হয় জানেন? জানুন ডাক্তারের জরুরি কথা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Health Tips: ভুট্টা খেলে শরীরে কী হয় ভাবতে পারবেন না, বিশেষজ্ঞদের পরামর্শ শুনলে অবাক হবেন। জানুন
জৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় শ্রাবণ এই তিন মাস বিকেলে হাটে বাজারে ঘুরতে গেলেই দেখতে পাওয়া যায় ভুট্টা পোড়া। হালকা লেবু লঙ্কা ঝাল দিয়ে এই ভুট্টা খেতে ভালবাসেন অনেকেই। কোনও এক সমুদ্র বা পুকুর অথবা নদীর ধারে প্রিয়জনদের সঙ্গে একটি ভুট্টা পোড়া নিয়ে বসলে খেতে খেতে গল্প করতে করতে সময় কোথায় পেরিয়ে যায় বোঝা মুসকিশ। তবে জানেন কি এই ভুট্টার হাজার ভাল গুণ রয়েছে। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন ডক্টর শিবানন্দ সান্যাল।
advertisement
advertisement
advertisement
advertisement







