Summer Heat: তীব্র গরমে হুহু করে কমে যাচ্ছে শুক্রাণুর সংখ্যা, পুরুষদের জন্য খারাপ খরব চিকিৎসক মহলের

Last Updated:
1/6
গরমের তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! নাজেহাল অবস্থা মানুষের। গরমের দাপটে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হজমের সমস্যা, মাথা ধরা, অ্যাসিডিটি, গ্যাস-অম্বল, সর্দি-কাশি, জ্বর, হিট-স্ট্রোক তো আছেই। চিকিৎসকরা বলছেন, এই তীব্র গরম মারাত্মক ক্ষতি করছে পুরুষদের, কমিয়ে দিচ্ছে শুক্রাণুর সংখ্যা।
গরমের তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! নাজেহাল অবস্থা মানুষের। গরমের দাপটে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হজমের সমস্যা, মাথা ধরা, অ্যাসিডিটি, গ্যাস-অম্বল, সর্দি-কাশি, জ্বর, হিট-স্ট্রোক তো আছেই। চিকিৎসকরা বলছেন, এই তীব্র গরম মারাত্মক ক্ষতি করছে পুরুষদের, কমিয়ে দিচ্ছে শুক্রাণুর সংখ্যা।
advertisement
2/6
ইনফার্টিলিটি বা সন্তান ধারনে অক্ষমতার জন্য মূলত দায়ী শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া। এক্ষেত্রে এজাকিউলেশনের সময় সিমেনে স্পার্মের সংখ্যা কম থাকে। ডাক্তারি পরভাষায় যাকে বলে অ্যাজুস্পারমিয়া।
ইনফার্টিলিটি বা সন্তান ধারনে অক্ষমতার জন্য মূলত দায়ী শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া। এক্ষেত্রে এজাকিউলেশনের সময় সিমেনে স্পার্মের সংখ্যা কম থাকে। ডাক্তারি পরভাষায় যাকে বলে অ্যাজুস্পারমিয়া।
advertisement
3/6
পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ থাকে। যেমন-- অত্যধিক মদ্যপান, ধূমপান, ড্রাগ নেওয়া। কিন্তু চিকিৎসকরা এবার এমন একটা করাণ বাতলালেন যা শুনে পুরুষদের আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয়েছে-- অত্যাধিক গরম-ও পুরুষদের স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়, দেখা দেয় ইনফার্টিলিটি।
পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ থাকে। যেমন-- অত্যধিক মদ্যপান, ধূমপান, ড্রাগ নেওয়া। কিন্তু চিকিৎসকরা এবার এমন একটা করাণ বাতলালেন যা শুনে পুরুষদের আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয়েছে-- অত্যাধিক গরম-ও পুরুষদের স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়, দেখা দেয় ইনফার্টিলিটি।
advertisement
4/6
চিকিৎসকের মতে, সেই সমস্ত পুরুষ যাঁরা অনেকটা বেশি সময় চড়া রোদে বাইরে কাজ করেন, তাঁদের শুক্রাণুর সংখ্যা কমে যায়। দেখা দেয় ইনফার্টিলিটি। দেখা গিয়েছে, যাঁরা অফিস বা বাড়িতে বসে কাজ করেন, তাঁদের স্পার্মের সংখ্যা অনেক বেশি।
চিকিৎসকের মতে, সেই সমস্ত পুরুষ যাঁরা অনেকটা বেশি সময় চড়া রোদে বাইরে কাজ করেন, তাঁদের শুক্রাণুর সংখ্যা কমে যায়। দেখা দেয় ইনফার্টিলিটি। দেখা গিয়েছে, যাঁরা অফিস বা বাড়িতে বসে কাজ করেন, তাঁদের স্পার্মের সংখ্যা অনেক বেশি।
advertisement
5/6
Harvard TH Chan School of Public Health-এর গবেষকরা দেখেছেন, কী ধরনের আন্ডারওয়্যার পরছেন? তার উপরেও নির্ভর করছে পুরুষের ফার্টিলিটি ও স্পার্ম সংখ্যা। পরীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা ঢোলা বক্সার যাতীয় আন্ডারওয়্যার পরেন, তাঁদের স্পার্ম সংখ্যা অনেক বেশি। অন্যদিকে যাঁরা টাইট বক্সার জাতীয় আন্ডারওয়্যার পরেন, তাঁদের স্পার্ম কাউন্ট অনেক কম।
Harvard TH Chan School of Public Health-এর গবেষকরা দেখেছেন, কী ধরনের আন্ডারওয়্যার পরছেন? তার উপরেও নির্ভর করছে পুরুষের ফার্টিলিটি ও স্পার্ম সংখ্যা। পরীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা ঢোলা বক্সার যাতীয় আন্ডারওয়্যার পরেন, তাঁদের স্পার্ম সংখ্যা অনেক বেশি। অন্যদিকে যাঁরা টাইট বক্সার জাতীয় আন্ডারওয়্যার পরেন, তাঁদের স্পার্ম কাউন্ট অনেক কম।
advertisement
6/6
পরীক্ষায় এও দেখা যায়, এক সপ্তাহে যে-সমস্ত পুরুষ ১৫ ঘণ্টা কিংবা তার বেশি এক্সারসাইজ করেন, তাঁদের শুক্রাণূর সংখ্যা ৭৩ শতাংশ বেশি।
পরীক্ষায় এও দেখা যায়, এক সপ্তাহে যে-সমস্ত পুরুষ ১৫ ঘণ্টা কিংবা তার বেশি এক্সারসাইজ করেন, তাঁদের শুক্রাণূর সংখ্যা ৭৩ শতাংশ বেশি।
advertisement
advertisement
advertisement