বাজি পোড়ানোর সময় কিছু জরুরি সতর্কতা সকলকেই মেনে চলতে হয়। বাজির হঠাৎ বিস্ফোরণে বিপদ ঘনাতেই পারে। পুড়ে গেলে বা বাজির বিস্ফোরণের শিকার হলে অকারণে ভয় পেয়ে পরিস্থিতিকে জটিল করে ফেলেন অনেকেই। অকারণে ভয় না পেয়ে বরং কিছু উপায় অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই। (Photo collected)
advertisement
2/9
চিকিৎসকদের মতে, বাজি পোড়াতে গিয়ে কোনও অংশ পুড়ে গেলে ক্ষতস্থানে প্রচুর পরিমাণে ঠান্ডা জল দিন। বরফ জল হলে খুবই ভাল। কিন্তু কোনও ভাবেই পোড়া জায়গায় বরফ দেবেন না। এতে শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা যায় না। (Photo collected)
advertisement
3/9
অনেক সময় চোখে আলোর ফুলকি ঢোকে। সে ক্ষেত্রে কোনও অবস্থাতেই চোখ ঘষবেন না, বরং ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। (Photo collected)
advertisement
4/9
কার্বন মনোক্সাইডের প্রাচুর্য থাকায় বাজির গ্যাস থেকে শ্বাসকষ্ট হতে পারে। তাই তেমন হলে সঙ্গে সঙ্গে খোলা কোনও জায়গায় যান, যেখানে মুক্ত হাওয়া পাবেন। (Photo collected)
advertisement
5/9
হাতের কাছে মজুত রাখুন সিলভার সালফা ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম। অল্প পুড়লে ঠান্ডা জল কিছু ক্ষণ ক্ষতস্থানে দেওয়ার পর এই মলম লাগিয়ে নিন। (Photo collected)
advertisement
6/9
পুড়ে যাওয়া থেকে স্বাভাবিক ভাবেই ব্যথা হতে পারে। তেমন হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ রাখুন হাতের কাছে। (Photo collected)
advertisement
7/9
পুড়ো যাওয়া জায়গা না শুকানো অবধি অন্য কোনও ক্রিম বা সাবান ব্যবহার করবেন না। (Photo collected)
advertisement
8/9
বেশি পুড়লে অযথা ভয় না পেয়ে দ্রুত যোগাযোগ করুন স্থানীয় চিকিৎসকের সঙ্গে। যত তাড়তাড়ি পোড়ার চিকিৎসা শুরু হবে তত দ্রুত মিলবে নিরাময়। (Photo collected)
advertisement
9/9
পুড়ে যাওয়া থেকে বাঁচতে যেমন সুতির কাপড় পরা, মাস্ক ব্যবহার করা, জুতো পরে বাজি পোড়ানোর মতো সতর্কতা অবলম্বন করুন (Photo collected)