পুরুষদের মাথায় টাক পড়ার আসল কারণ জানা আছে কি? এই টিপসগুলি মেনে চললে হবে মুশকিল আসান; মাথা ভরে যাবে ঘন চুলে

Last Updated:
হেলথলাইনের প্রতিবেদনে বলা হয়েছে , পুরুষদের মধ্যে ডিএইচটি (Dihydrotestosterone) মাত্রা বেড়ে গেলে তাঁদের চুল ঝরতে শুরু করে।
1/6
মাথার চুলকে সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয়। আসলে চুল সম্পূর্ণরূপে চেহারা পরিবর্তন করে দিতে পারে। তাই চুলের যত্ন নিতে হয় মূল্যবান জিনিসের মতো। আসলে চুল ঝরতে শুরু করলে মনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আর চুল যত্নের জন্য আমরা নানা ধরনের বাজারজাত পণ্য ব্যবহার করে থাকি। তবে চুল পড়া বন্ধ না হলে মাথায় টাক পড়ে যেতে শুরু করে। তবে মহিলাদের মধ্যে এই বিষয়টা কম হয়। তাহলে জেনে নেওয়া যাক, পুরুষদের মধ্যে কেন বেশি পরিমাণে টাক পড়তে দেখা যায়।
মাথার চুলকে সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয়। আসলে চুল সম্পূর্ণরূপে চেহারা পরিবর্তন করে দিতে পারে। তাই চুলের যত্ন নিতে হয় মূল্যবান জিনিসের মতো। আসলে চুল ঝরতে শুরু করলে মনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আর চুল যত্নের জন্য আমরা নানা ধরনের বাজারজাত পণ্য ব্যবহার করে থাকি। তবে চুল পড়া বন্ধ না হলে মাথায় টাক পড়ে যেতে শুরু করে। তবে মহিলাদের মধ্যে এই বিষয়টা কম হয়। তাহলে জেনে নেওয়া যাক, পুরুষদের মধ্যে কেন বেশি পরিমাণে টাক পড়তে দেখা যায়।
advertisement
2/6
পুরুষদের মধ্যে টাক পড়া বেশি দেখা যায়। কারণ সঠিক জীবনযাপনের অভাবে অল্প বয়সেই এই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। অনেকেই আছেন, যাঁরা কম বয়সেই টাক পড়ার সমস্যার শিকার হন। সব মিলিয়ে এর পিছনের আসল কারণ কী?
পুরুষদের মধ্যে টাক পড়া বেশি দেখা যায়। কারণ সঠিক জীবনযাপনের অভাবে অল্প বয়সেই এই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। অনেকেই আছেন, যাঁরা কম বয়সেই টাক পড়ার সমস্যার শিকার হন। সব মিলিয়ে এর পিছনের আসল কারণ কী?
advertisement
3/6
পুরুষদের টাক পড়ার কারণ কী? হেলথলাইনের প্রতিবেদনে বলা হয়েছে , পুরুষদের মধ্যে ডিএইচটি (Dihydrotestosterone) মাত্রা বেড়ে গেলে তাঁদের চুল ঝরতে শুরু করে। ডিএইচটি হল একটি পুরুষ যৌন হরমোন। যা অ্যান্ড্রোজেন নামেও পরিচিত। অ্যান্ড্রোজেনের অনেকগুলি কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম কাজটি হল - চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত অ্যান্ড্রোজেন থাকলে একজন পুরুষের মুখে এবং শরীরে বেশি চুল গজাতে পারে। তবে এর জেরে মাথায় চুল ঝরে যায়।
পুরুষদের টাক পড়ার কারণ কী? হেলথলাইনের প্রতিবেদনে বলা হয়েছে , পুরুষদের মধ্যে ডিএইচটি (Dihydrotestosterone) মাত্রা বেড়ে গেলে তাঁদের চুল ঝরতে শুরু করে। ডিএইচটি হল একটি পুরুষ যৌন হরমোন। যা অ্যান্ড্রোজেন নামেও পরিচিত। অ্যান্ড্রোজেনের অনেকগুলি কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম কাজটি হল - চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত অ্যান্ড্রোজেন থাকলে একজন পুরুষের মুখে এবং শরীরে বেশি চুল গজাতে পারে। তবে এর জেরে মাথায় চুল ঝরে যায়।
advertisement
4/6
পুরুষদের মধ্যে টাক পড়ার ধরনটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া নামে পরিচিত। ডিএইচটি-র মাত্রা কম থাকাও ভাল নয়। কারণ এটি পুরুষের যৌনাঙ্গের বিকাশকেও বাধা দিতে পারে।কীভাবে ডিএইচটি নিয়ন্ত্রণ করা সম্ভব? এটি নিয়ন্ত্রণ করার জন্য বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। এর জন্য ব্লকার বা ইনহিবিটরের সাহায্য নেওয়া যেতে পারে। কুমড়ো বীজের তেল ডিএইচটি ব্লক করতে সহায়তা করে।
পুরুষদের মধ্যে টাক পড়ার ধরনটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া নামে পরিচিত। ডিএইচটি-র মাত্রা কম থাকাও ভাল নয়। কারণ এটি পুরুষের যৌনাঙ্গের বিকাশকেও বাধা দিতে পারে।কীভাবে ডিএইচটি নিয়ন্ত্রণ করা সম্ভব? এটি নিয়ন্ত্রণ করার জন্য বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। এর জন্য ব্লকার বা ইনহিবিটরের সাহায্য নেওয়া যেতে পারে। কুমড়ো বীজের তেল ডিএইচটি ব্লক করতে সহায়তা করে।
advertisement
5/6
ডিএইচটি ব্লক করতে কোন ধরনের শ্যাম্পু বেছে নেওয়া উচিত? এটি ব্লক করার জন্য এমন একটি শ্যাম্পু বেছে নিতে হবে, যার মধ্যে গ্রিন টি-র নির্যাস, টি ট্রি অয়েল এবং রোজমেরির নির্যাস থাকে। তবে শ্যাম্পুর মধ্যে সালফেট ও প্যারাবেন থাকা চলবে না। হেলথলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি সম্পূর্ণরূপে নিরাপদ। যদি মাথার ত্বক সংবেদনশীল হয়, তবে এটি ব্যবহারের আগে একবার অন্তত প্যাচ টেস্ট করা উচিত।
ডিএইচটি ব্লক করতে কোন ধরনের শ্যাম্পু বেছে নেওয়া উচিত? এটি ব্লক করার জন্য এমন একটি শ্যাম্পু বেছে নিতে হবে, যার মধ্যে গ্রিন টি-র নির্যাস, টি ট্রি অয়েল এবং রোজমেরির নির্যাস থাকে। তবে শ্যাম্পুর মধ্যে সালফেট ও প্যারাবেন থাকা চলবে না। হেলথলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি সম্পূর্ণরূপে নিরাপদ। যদি মাথার ত্বক সংবেদনশীল হয়, তবে এটি ব্যবহারের আগে একবার অন্তত প্যাচ টেস্ট করা উচিত।
advertisement
6/6
এই বিষয়গুলি মনে রাখা আবশ্যক: ডিএইচটি-র মাত্রা বৃদ্ধিই কিন্তু টাক পড়ার একমাত্র কারণ নয়। হ্যাঁ, এটা সত্যি যে, বেশিরভাগ ক্ষেত্রেই ডিএইচটি-র কারণেই টাক পড়ে। কিন্তু শরীরে পুষ্টির অভাবের কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে। চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতিও কিন্তু টাক পড়ার অন্যতম কারণ। তাই ডিএইচটি ব্লক করার জন্য একটি শ্যাম্পু বা পণ্য বেছে নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
এই বিষয়গুলি মনে রাখা আবশ্যক: ডিএইচটি-র মাত্রা বৃদ্ধিই কিন্তু টাক পড়ার একমাত্র কারণ নয়। হ্যাঁ, এটা সত্যি যে, বেশিরভাগ ক্ষেত্রেই ডিএইচটি-র কারণেই টাক পড়ে। কিন্তু শরীরে পুষ্টির অভাবের কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে। চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতিও কিন্তু টাক পড়ার অন্যতম কারণ। তাই ডিএইচটি ব্লক করার জন্য একটি শ্যাম্পু বা পণ্য বেছে নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement