আর ক'টা মাস! তারপরেই শীতকাল! বাজারে ইতিমধ্যেই মিলতে শুরু করেছে পালং শাক। শুধু যে খেতেই ভাল তা নয়, পালং শাকের রয়েছে আরও হাজারটা গুণ ! এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০% পূরণ করে। পাশাপাশি, ভিটামিন এ ও কে-তে ভরপুর। রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি।
Photo Source: Collected