জুতোর থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ? জেনে নিন কী বলছে গবেষকরা

Last Updated:
বাইরের জুতো কখনও ঘরের ভিরতে আনবেন না
1/9
ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। মানুষ করোনার জন্য গৃহবন্দি হয়ে রয়েছেন । ভারত সরকার ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। করোনা ভাইরাস ছোঁয়াচে। একজনের থেকে আর এক জনের দেহে ছড়িয়ে পড়তে পারে অনায়াসেই। সেই জন্যই মানুষকে গৃহবন্দি করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে যে জুতো থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ?
ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। মানুষ করোনার জন্য গৃহবন্দি হয়ে রয়েছেন । ভারত সরকার ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। করোনা ভাইরাস ছোঁয়াচে। একজনের থেকে আর এক জনের দেহে ছড়িয়ে পড়তে পারে অনায়াসেই। সেই জন্যই মানুষকে গৃহবন্দি করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে যে জুতো থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ?
advertisement
2/9
জুতো পরে আমরা কত জায়গায় না গিয়ে থাকি। কিন্তু প্রতিদিন তো আর সেই জুতোকে ভাল ভাবে পরিস্কার করা হয়ে না। জুতো থেকে এই মারণ রোগ ছড়াতে পারে কিনা এই নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক তথ্য সামনে আসছে।
জুতো পরে আমরা কত জায়গায় না গিয়ে থাকি। কিন্তু প্রতিদিন তো আর সেই জুতোকে ভাল ভাবে পরিস্কার করা হয়ে না। জুতো থেকে এই মারণ রোগ ছড়াতে পারে কিনা এই নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক তথ্য সামনে আসছে।
advertisement
3/9
এটা তো প্রাই সবাই জানে যে জুতার তলায় সবচেয়ে বেশি নোংরা আর জীবাণুতে ভর্তি। কারন বাইরে রাস্তা ঘাটে কতো কিছুর উপর দিয়ে সবাই হেঁটে যায়, এর ফলে ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাস কেউ বাদ না জুতোয় লাগতে।
এটা তো প্রাই সবাই জানে যে জুতার তলায় সবচেয়ে বেশি নোংরা আর জীবাণুতে ভর্তি। কারন বাইরে রাস্তা ঘাটে কতো কিছুর উপর দিয়ে সবাই হেঁটে যায়, এর ফলে ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাস কেউ বাদ না জুতোয় লাগতে।
advertisement
4/9
হাফিংটন পোস্টকে দেওয়া সাখাতে এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন যে জুতোর মাধ্যমে যে এই ভাইরাস ঘরে আসে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
হাফিংটন পোস্টকে দেওয়া সাখাতে এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন যে জুতোর মাধ্যমে যে এই ভাইরাস ঘরে আসে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
advertisement
5/9
অন্যদিকে অস্ট্রেলিয়া গবেষকরা জানিয়েছেন, যে জুতোর মাধ্যমে এই ভাইরাস আপনার বাড়িতে ঢোকা সম্ভব। তাঁদের মতে যদি রাস্তায় পড়ে থাকা থুতু কোনও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির হয়, আর সেটা যদি আপনার জুতোতে লাগে, তাহলে জুতার মাধ্যমেও এই ভাইরাস আপনার বাড়িতে পৌঁছে যাবে।
অন্যদিকে অস্ট্রেলিয়া গবেষকরা জানিয়েছেন, যে জুতোর মাধ্যমে এই ভাইরাস আপনার বাড়িতে ঢোকা সম্ভব। তাঁদের মতে যদি রাস্তায় পড়ে থাকা থুতু কোনও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির হয়, আর সেটা যদি আপনার জুতোতে লাগে, তাহলে জুতার মাধ্যমেও এই ভাইরাস আপনার বাড়িতে পৌঁছে যাবে।
advertisement
6/9
তাই এর হাত থেকে রেহাই পেতে যা করবেন - বাইরের জুতো কখনও ঘরের ভিরতে আনবেন না, ঘরের বাইরেই খুলে রেখে দিন
তাই এর হাত থেকে রেহাই পেতে যা করবেন - বাইরের জুতো কখনও ঘরের ভিরতে আনবেন না, ঘরের বাইরেই খুলে রেখে দিন
advertisement
7/9
জুতোর ঘরে ঢোকানোর আগে ভাল করে জল দিয়ে ধুয়ে রোদে রেখে দিন। এর ফলে ভারাস, ব্যাকটিরিয়া মরে যাবে।
জুতোর ঘরে ঢোকানোর আগে ভাল করে জল দিয়ে ধুয়ে রোদে রেখে দিন। এর ফলে ভারাস, ব্যাকটিরিয়া মরে যাবে।
advertisement
8/9
জুতোতে হাত দিলে ভাল করে সাবান দিয়ে হাত ধুন। জুতোতে অনেক রখম ভাইরাস, ব্যাকটিরিয়া লেগে থাকে।
জুতোতে হাত দিলে ভাল করে সাবান দিয়ে হাত ধুন। জুতোতে অনেক রখম ভাইরাস, ব্যাকটিরিয়া লেগে থাকে।
advertisement
9/9
ঘরের ভীতরেয় চটি ব্যবহার করুন, কিন্তু ঘরের চটি পরে কখনও বাইরে যাবেন না। বা বাইরের চটি ঘরে পরবেন না।
ঘরের ভীতরেয় চটি ব্যবহার করুন, কিন্তু ঘরের চটি পরে কখনও বাইরে যাবেন না। বা বাইরের চটি ঘরে পরবেন না।
advertisement
advertisement
advertisement