Health Care: ইচ্ছে হলেই পপকর্ন? একশবার ভাবুন...! বিরল 'এই' রোগ শরীরে বাসা বাঁধেনি তো! কীভাবে বুঝবেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Health Care Tips: পপকর্ন বেশি খেলে 'পপকর্ন ফুসফুস' নামে খুব বিরল এবং গুরুতর ফুসফুসের রোগ হতে পারে।
*প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রচুর পপকর্ন খান, তাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। পপকর্ন বেশি খেলে 'পপকর্ন ফুসফুস' নামে খুব বিরল এবং গুরুতর ফুসফুসের রোগ হতে পারে। এটি ব্রঙ্কিওলাইটিস অবলিটারনস নামেও পরিচিত। প্রতীকী ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*পপকর্ন ফুসফুসের রোগের লক্ষণ: পপকর্ন ফুসফুসের লক্ষণগুলি প্রাথমিকভাবে শনাক্ত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু হওয়া গুরুত্বপূর্ণ। লক্ষণগুলি সাধারণত ক্ষতিকারক পদার্থ বা ধোঁয়ার সংস্পর্শে আসার ২-৪ সপ্তাহের মধ্যেই দেখা যায়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*পপকর্ন ফুসফুসে বিভিন্ন রাসায়নিকের কারণে হতে পারে। ডায়াসিটাইল ছাড়াও ক্লোরিন, অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ফর্মালডিহাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো রাসায়নিক পদার্থ এই রোগের জন্য দায়ী। এই পদার্থগুলি সাধারণত মাইক্রোওয়েভ পপকর্ন কারখানা, ই-সিগারেট এবং ফ্লেভর কফির মতো খাবারে থাকে। ই-সিগারেট এবং তাদের রিফিলের তরলে ডায়াসিটাইল থাকতে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*পপকর্ন ফুসফুসের ঝুঁকি কমাতে কিছু অভ্যাস এড়ানো উচিত। ই-সিগারেট ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করুন। ধোঁয়া এবং দূষিত পরিবেশের সংস্পর্শে এড়িয়ে চলুন। সংক্রমণের ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুশীলন করা উচিত। প্রতীকী ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।