Dumur-Fig Benefits: কোষ্ঠকাঠিন্য-হৃদ-রোগের যম! যৌন ক্ষমতা বাড়ায় মুহূর্তে! নিয়ম মেনে খান ডুমুর! জানুন চিকিৎসকের মত
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Benefits of Fig- Dumur: শরীরে ম্যাজিক ঘটায় এই ছোট্ট একটি ফল! খেলেই বুঝবেন এর কাজ! চিকিৎসকের থেকে জানুন ডুমুর খাওয়ার সঠিক নিয়ম
advertisement
আর এই ফল স্বাদে অতুলনীয় তো বটেই, সেই সঙ্গে এর নানা রকম পুষ্টিগুণও বিদ্যমান। ফলে স্বাস্থ্যের জন্যও এই ফল খুবই উপকারী। বলা হয়, এই ফল হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতা এবং হজমশক্তি বাড়াতে দারুণ কাজের! গ্রাম বাংলাতে তো হামেশাই দেখা যায় এই ফল! ফলের নাম জানলে চমকে যাবেন! ভাবতেও পারছেন না এই ছোট্ট ফলের এত গুণ!
advertisement
advertisement
ডুমুরে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। এই উপাদান পুরুষদের শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট বাড়াতেও সাহায্য করে। এছাড়া যাঁরা পুরুষত্বহীনতার সমস্যায় ভুগছেন, তাঁরা এই ফল খেলে দারুণ উপকার পাবেন। জিঙ্কের মতো জরুরি পুষ্টি উপাদান পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে। ফলে পুরুষদের যৌন ক্ষমতাও বেড়ে যায়।
advertisement
advertisement
advertisement
