একটি ঘনিষ্ঠ, রসালো, দীর্ঘ, গভীর চুমু থেকে আপনার কী কী ক্ষতি হতে পারে জানেন?

Last Updated:
1/8
• ভালবাসার মানুষটির ঠোঁটের পাতায় ঠোঁট রেখে আবেশে, ভাললাগায়, অনুভূতিতে ডুবে যাওয়ার থেকে ভাল অনুভূতি আর কী হতে পারে ৷ একটি রসসিক্ত, গভীর চুম্বন ছাড়া প্রেমের আসল মজাটাই পাওয়া যায় না ৷ কিন্তু জানেন কী, দীর্ঘ একটি চুম্বনও আপনার জীবনে অনেক ক্ষতি ডেকে আনতে পারে ৷
• ভালবাসার মানুষটির ঠোঁটের পাতায় ঠোঁট রেখে আবেশে, ভাললাগায়, অনুভূতিতে ডুবে যাওয়ার থেকে ভাল অনুভূতি আর কী হতে পারে ৷ একটি রসসিক্ত, গভীর চুম্বন ছাড়া প্রেমের আসল মজাটাই পাওয়া যায় না ৷ কিন্তু জানেন কী, দীর্ঘ একটি চুম্বনও আপনার জীবনে অনেক ক্ষতি ডেকে আনতে পারে ৷
advertisement
2/8
• গবেষণা বলছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময়ের চুম্বনে অন্তত ৮ কোটি ব্যাকটেরিয়ার আদান-প্রদান হয় ৷ চুম্বনের সময় যে লালা নিঃসৃত হয় তার মধ্যে দিয়েই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে ৷ ফলে চুম্বনের কারণে বিভিন্ন রোগ হতে পারে শরীরে ৷ ছবি: পিক্স্যাবে ৷
• গবেষণা বলছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময়ের চুম্বনে অন্তত ৮ কোটি ব্যাকটেরিয়ার আদান-প্রদান হয় ৷ চুম্বনের সময় যে লালা নিঃসৃত হয় তার মধ্যে দিয়েই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে ৷ ফলে চুম্বনের কারণে বিভিন্ন রোগ হতে পারে শরীরে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/8
• স্ট্রেপ থ্রোট: স্ট্রেপনামক ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়। চুম্বন থেকেও এই রোগ হতে পারে। এর ফলে বারবার হাঁচি, গলা ব্যথা বা জ্বরও হতে পারে। ছবি: পিক্স্যাবে ৷
• স্ট্রেপ থ্রোট: স্ট্রেপনামক ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়। চুম্বন থেকেও এই রোগ হতে পারে। এর ফলে বারবার হাঁচি, গলা ব্যথা বা জ্বরও হতে পারে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/8
• মনোনিউক্লিওসিস: এটিকে মারাত্মক কিসিং ডিজিজ বলা হয়। লালার মাধ্যমে বাহিত এপস্টিনবার নামক ভাইরাস থেকে এই রোগ হয়। ছবি: পিক্স্যাবে ৷
• মনোনিউক্লিওসিস: এটিকে মারাত্মক কিসিং ডিজিজ বলা হয়। লালার মাধ্যমে বাহিত এপস্টিনবার নামক ভাইরাস থেকে এই রোগ হয়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/8
• ঘা: আবহাওয়ার পরিবতনে বা ঠান্ডা লাগলে মুখের ভেতর এই ঘা হয়। এইসময় আপনার সঙ্গীকে চুম্বন করলে যথারীতি ঘা তাঁর মুখেও সংক্রামিত হতে পারে। তাই এইসময় লিপ কিস না করাই শ্রেয়। ছবি: পিক্স্যাবে ৷
• ঘা: আবহাওয়ার পরিবতনে বা ঠান্ডা লাগলে মুখের ভেতর এই ঘা হয়। এইসময় আপনার সঙ্গীকে চুম্বন করলে যথারীতি ঘা তাঁর মুখেও সংক্রামিত হতে পারে। তাই এইসময় লিপ কিস না করাই শ্রেয়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/8
• মেনিনজাইটিস: চুম্বন থেকে মেনিনজাইটিস সংক্রমিত হতে পারে ৷ ছবি: পিক্স্যাবে ৷
• মেনিনজাইটিস: চুম্বন থেকে মেনিনজাইটিস সংক্রমিত হতে পারে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/8
• মাম্পস: এটি খুবই ছোঁয়াচে রোগ ৷ তাই একজনের যদি এই রোগ হয় তা হলে সঙ্গী বা সঙ্গিনীকে স্মুচ না করাই ভাল ৷ ছবি: পিক্স্যাবে ৷
• মাম্পস: এটি খুবই ছোঁয়াচে রোগ ৷ তাই একজনের যদি এই রোগ হয় তা হলে সঙ্গী বা সঙ্গিনীকে স্মুচ না করাই ভাল ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
8/8
• পেরিওডন্টাইসিস: দাঁতের এই রোগ শুধু চুম্বনজনিত কারণেই যে হয় তা নয় ৷ একই খাবার এঁটো করে খেলেও এই রোগ ছড়ায় ৷ এমনকি দাঁত মাজার ব্রাশ থেকেও এটি হতে পারে। ছবি: পিক্স্যাবে ৷
• পেরিওডন্টাইসিস: দাঁতের এই রোগ শুধু চুম্বনজনিত কারণেই যে হয় তা নয় ৷ একই খাবার এঁটো করে খেলেও এই রোগ ছড়ায় ৷ এমনকি দাঁত মাজার ব্রাশ থেকেও এটি হতে পারে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement