প্রেগন্যান্সিতে মুড স্যুইং নিয়ে চিন্তিত? এই টিপসগুলি অবশ্যই মাথায় রাখুন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রেগন্যান্সির সময়ে মুড স্যুইং খুব স্বাভাবিক একটা বিষয়। হরমোনের পরিবর্তনের জন্য অ্যাংজাইটি বেড়ে যাওয়া, ভয় পাওয়া, নার্ভাস হয়ে যাওয়ার মতো ঘটনা প্রায়ই হতে পারে।
• সারা দিনের ব্যস্ততা, কাজের প্রেসার-সহ একাধিক কারণে মুড স্যুইং হয় প্রায় সকলেরই। কিন্তু প্রেগন্যান্সির সময় মুড স্যুইংয়ের পরিমাণ বাড়ে। মেজাজ বদলে যায় ঘন ঘন। এখন ভালো লাগছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই বিরক্ত লাগতে পারে। এটা কোনও অস্বাভাবিক বিষয় নয় বা কারও একার সঙ্গে এমন হচ্ছে- তাও নয়। প্রতীকী চিত্র ।
advertisement
• প্রেগন্যান্সির সময়ে মুড স্যুইং খুব স্বাভাবিক একটা বিষয়। হরমোনের পরিবর্তনের জন্য অ্যাংজাইটি বেড়ে যাওয়া, ভয় পাওয়া, নার্ভাস হয়ে যাওয়ার মতো ঘটনা প্রায়ই হতে পারে। তবে, এগুলো স্বাভাবিক বিষয় হলেও এড়িয়ে না যাওয়াই ভালো। এই সময়ে নিজেকে ভালো রাখা জরুরি। কেন না, নিজের ভালো থাকা গর্ভস্থ সন্তানেরও ভালো থাকার কারণ হবে। তাই অ্যাংজাইটি, ডিপ্রেশনকে দূরে রাখতে ট্রাই করা যেতে পারে এগুলি:
advertisement
advertisement
advertisement
advertisement