Gut Health: ঘন ঘন এই ঔষুধ খেলেই মুশকিল, ১২টা বাজে পেটের 'গুড ব্যাকটেরিয়া'-এর! এই ঔষুধ থেকে সাবধান...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Gut Health: অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও অনিয়মিত খাদ্যাভ্যাসে পেটের উপকারী গুড ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। লিভারের চিকিৎসক ড. সৌরভ শেঠির মতে, সঠিক প্রোবায়োটিক ও প্রিবায়োটিক গ্রহণে আবার সুস্থ হতে পারে আপনার অন্ত্র ও হজম শক্তি। বিস্তারিত জানুন...
advertisement
advertisement
এই এনজাইমের সাহায্যে গুড ব্যাকটেরিয়া খাবারকে ভেঙে হজম করায় এবং পুষ্টিগুণ শরীরে পৌঁছায়। কিন্তু আজকের অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাপন এমন জায়গায় পৌঁছেছে যে এই উপকারী ব্যাকটেরিয়াগুলির সংখ্যা কমে যাচ্ছে। যার কারণে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি সহ বহু পেটের রোগ দেখা দিচ্ছে। আমেরিকার হার্ভার্ড হেলথ ইউনিভার্সিটির ড. সौरভ শেঠি জানিয়েছেন কেন এমনটা হচ্ছে।
advertisement
কেন গুড ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়? অনেক সময় আমরা অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই। কিন্তু এই ওষুধ অনেকেই ডাক্তার না দেখিয়ে নিজের ইচ্ছায় কিনে খেয়ে থাকেন। ড. শেঠি বলেন, অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয়। অথচ সর্দি-জ্বরের মত অনেক অসুস্থতায় ভাইরাস বা ছত্রাক দায়ী হয়, তবুও মানুষ অ্যান্টিবায়োটিক খায়। এই ওষুধ খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী গুড ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। তাই ডাক্তার ছাড়া কখনও অ্যান্টিবায়োটিক খাবেন না।
advertisement
কিভাবে বাড়াবেন গুড ব্যাকটেরিয়া? প্রোবায়োটিকই সব নয়: অনেকেই মনে করেন প্রোবায়োটিক খেলেই পেট সুস্থ হয়ে যাবে। এটি ঠিক নয়। প্রোবায়োটিক কাজ করে তখনই, যখন আপনি ফাইবারযুক্ত খাবার খান। উদাহরণস্বরূপ, দই, কেফির, কিমচি, পনির, টেম্পেহ, আচারের মতো খাদ্য প্রোবায়োটিক হিসেবে উপকারী। কিন্তু তার সঙ্গে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্রোকলি, ক্যাবেজ, শাকসবজি ও ভুট্টার মতো ফাইবারসমৃদ্ধ খাবার খেলে তবেই উপকার মিলবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement