ত্বকের জ্বালাভাবের জন্য: এক মুঠো পেয়ারা পাতা, ১ কাপ জল
পদ্ধতি: ১ কাপ জলে এক মুঠো পেয়ারা পাতা দিয়ে ১০ মিনিট ফোটাতে হবে। তার পর আঁচ বন্ধ করে জল ছেঁকে পাতাগুলি সরিয়ে রাখতে হবে। ছেঁকে নেওয়া জল একটি পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। জল ঠান্ডা হলে তা একটি স্প্রে বোতলে ভরে রাখতে হবে। ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ হলে মুখ পরিষ্কার করার পরে এই স্প্রে-টি ব্যবহার করতে হবে। মশা কামড়ালে কিংবা ত্বকের জ্বালা-ভাব উপশম করতে ওই স্প্রে ব্যবহার করা যায়। প্রতীকী ছবি ৷