Fight Dandruff: দামি শ্যাম্পু-সিরামে টাকা নষ্ট নয়, এই ঘরোয়া টোটকায় ২ দিনে চিরতরে মুক্তি পান খুশকি থেকে,খরচ মাত্র ১০ টাকা
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
KuSki
শীতে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। এতে শুধু মাথার ত্বকই চুলকায় না, চুলও দুর্বল হয়ে পড়ে। যাঁরা এই সমস্যায় ভোগেন, তাঁদের জন্য রয়েছে কিছু কার্যকরী এবং সহজ ঘরোয়া প্রতিকার। এই প্রতিকারগুলি অবলম্বন করে যে কোনও অসুবিধা ছাড়াই খুশকি থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং চুল হয়ে ওঠে স্বাস্থ্যকর এবং জেল্লাদার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মেথি বীজে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করে। এর জন্য মেথি দানা সারারাত ভিজিয়ে রাখতে হবে এবং সকালে পিষে নিতে হবে। এই পেস্টটি মাথার ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগাতে হবে এবং তারপর ধুয়ে ফেলতে হবে। এটি শুধু খুশকি দূর করে না, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
advertisement









