Fear | Cockroach: আরশোলা দেখলেই ভয়, বিশেষত কেঁপে ওঠে মেয়েরা! কেন এমন হয়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

Last Updated:
Fear | Cockroach: আসলে আরশোলার ভয় পৃথিবীর সবচেয়ে ‘কমন’ ফোবিয়ার অন্যতম একটি। সারা দুনিয়ার বহু মানুষ আরশোলার ভয় বয়ে নিয়ে বেড়ান জীবনভর।
1/6
আরশোলা, নামটা শুনলেই যেন অনেকেরই পিলে চমকে যায়। কামড়ায় না, সাপের মতো প্রাণঘাতীর বিষ নেই, খুব জটিল কোনও রোগও ছড়ায় না। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ, বিশেষত মহিলারা আরশোলা দেখলেই বেজায় ভয় পান। যদি কখনও কাউকে আরশোলার ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে দেখেন, তা হলে কিন্তু হাসাহাসি করে ব্যাপারটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করবেন না।
আরশোলা, নামটা শুনলেই যেন অনেকেরই পিলে চমকে যায়। কামড়ায় না, সাপের মতো প্রাণঘাতীর বিষ নেই, খুব জটিল কোনও রোগও ছড়ায় না। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ, বিশেষত মহিলারা আরশোলা দেখলেই বেজায় ভয় পান। যদি কখনও কাউকে আরশোলার ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে দেখেন, তা হলে কিন্তু হাসাহাসি করে ব্যাপারটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করবেন না।
advertisement
2/6
আসলে আরশোলার ভয় পৃথিবীর সবচেয়ে ‘কমন’ ফোবিয়ার অন্যতম একটি। সারা দুনিয়ার বহু মানুষ আরশোলার ভয় বয়ে নিয়ে বেড়ান জীবনভর। যদি আরশোলা দেখলে আপনার শারীরিক সমস্যা হয়, হৃদস্পন্দনের হার বেড়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে আসে এবং চিন্তা-ভাবনা যথাযথভাবে কাজ না করে তাহলে মনোবিদ দেখিয়ে নেওয়ার কথা ভাবতে পারেন।
আসলে আরশোলার ভয় পৃথিবীর সবচেয়ে ‘কমন’ ফোবিয়ার অন্যতম একটি। সারা দুনিয়ার বহু মানুষ আরশোলার ভয় বয়ে নিয়ে বেড়ান জীবনভর। যদি আরশোলা দেখলে আপনার শারীরিক সমস্যা হয়, হৃদস্পন্দনের হার বেড়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে আসে এবং চিন্তা-ভাবনা যথাযথভাবে কাজ না করে তাহলে মনোবিদ দেখিয়ে নেওয়ার কথা ভাবতে পারেন।
advertisement
3/6
কিছু সাধারণ প্র্যাকটিস আপনার ভয় কমাতে সাহায্য করবে এবং বাড়ির বাইরে কোথাও আরশোলার দেখা পেলে বিপদে পড়বেন না।কিন্তু কেন আরশোলা দেখে মানুষ এমন ভয় পায়?
কিছু সাধারণ প্র্যাকটিস আপনার ভয় কমাতে সাহায্য করবে এবং বাড়ির বাইরে কোথাও আরশোলার দেখা পেলে বিপদে পড়বেন না।কিন্তু কেন আরশোলা দেখে মানুষ এমন ভয় পায়?
advertisement
4/6
নানা গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই এই ভয়ের শিকড় লুকিয়ে থাকে মানুষের শৈশবে। বাবা-মা বা বাড়ির বড়দের বাচ্চারা সাধারণত অনুকরণ করে থাকে, সেই কারণে বাড়ির বড়দের কারও যদি আরশোলা নিয়ে ভয় থাকে, তাহলে ছোটদের মধ্যেও সেই ভয়টা চাড়িয়ে দেয়।
নানা গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই এই ভয়ের শিকড় লুকিয়ে থাকে মানুষের শৈশবে। বাবা-মা বা বাড়ির বড়দের বাচ্চারা সাধারণত অনুকরণ করে থাকে, সেই কারণে বাড়ির বড়দের কারও যদি আরশোলা নিয়ে ভয় থাকে, তাহলে ছোটদের মধ্যেও সেই ভয়টা চাড়িয়ে দেয়।
advertisement
5/6
আরশোলার শরীরে ইউরিক অ্যাসিড জমা থাকে এবং তা থেকে বিশ্রি গন্ধ ছাড়ে। আরশোলা খাবার ও বাসস্থানের সন্ধানে নালা-নর্দমায় ঘুরে বেড়ায় – সেই কারণেও দুর্গন্ধ ছড়ায়। যাঁরা অ্যাস্থমায় ভোগেন, তাঁদের শ্বাসকষ্ট বাড়তে পারে আরশোলার গায়ে থাকা অ্যালার্জেনের কারণে। সেটাও ভয়ের একটা কারণ হতে পারে।
আরশোলার শরীরে ইউরিক অ্যাসিড জমা থাকে এবং তা থেকে বিশ্রি গন্ধ ছাড়ে। আরশোলা খাবার ও বাসস্থানের সন্ধানে নালা-নর্দমায় ঘুরে বেড়ায় – সেই কারণেও দুর্গন্ধ ছড়ায়। যাঁরা অ্যাস্থমায় ভোগেন, তাঁদের শ্বাসকষ্ট বাড়তে পারে আরশোলার গায়ে থাকা অ্যালার্জেনের কারণে। সেটাও ভয়ের একটা কারণ হতে পারে।
advertisement
6/6
আরশোলা এমনই একটি পতঙ্গ, যা মানুষের 'ডিসগাস্ট রেসপন্স'কে ট্রিগার করে। তার তেলতেলে শরীর, ওড়ার সময় ফড়ফড়ানি আওয়াজ, মাটিতে চলা ও উড়ে গায়ে বসা সব কিছুর মধ্যেই এমন একটা ব্যাপার আছে যা থেকে ঘেন্না জন্ম নেয়।
আরশোলা এমনই একটি পতঙ্গ, যা মানুষের 'ডিসগাস্ট রেসপন্স'কে ট্রিগার করে। তার তেলতেলে শরীর, ওড়ার সময় ফড়ফড়ানি আওয়াজ, মাটিতে চলা ও উড়ে গায়ে বসা সব কিছুর মধ্যেই এমন একটা ব্যাপার আছে যা থেকে ঘেন্না জন্ম নেয়।
advertisement
advertisement
advertisement