Fatty Liver Home Remedies: ১ ইঞ্চি আদা, ৫-৬ টা এই পাতা জলে ফুটিয়ে খান! লিভারের ফ্যাট বার করবে ছেঁকে! ফ্যাটি লিভার সারিয়ে টগবগিয়ে ছুটবেন আপনি

Last Updated:
Fatty Liver Home Remedies: ফ্যাটি লিভার সমস্যা মোকাবিলায় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে ভুলবেন না৷ তবে পাশাপাশি আছে একাধিক ঘরোয়া টোটকা৷
1/7
ইদানীং লাইফস্টাইল ডিজিজের মধ্যে অন্যতম ফ্যাটি লিভার। এই অসুখে যকৃৎ বা লিভারে জমতে থাকে প্রয়োজনের অতিরিক্ত মেদ৷ জটিলতা বাড়লে কমতে থাকে লিভারের কার্যকারিতা৷
ইদানীং লাইফস্টাইল ডিজিজের মধ্যে অন্যতম ফ্যাটি লিভার। এই অসুখে যকৃৎ বা লিভারে জমতে থাকে প্রয়োজনের অতিরিক্ত মেদ৷ জটিলতা বাড়লে কমতে থাকে লিভারের কার্যকারিতা৷
advertisement
2/7
ফ্যাটি লিভার সমস্যা মোকাবিলায় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে ভুলবেন না৷ তবে পাশাপাশি আছে একাধিক ঘরোয়া টোটকা৷ সেগুলির মধ্যে সেরা অপশন হল মিন্ট জিঞ্জার টি বা পুদিনাপাতা আদা দেওয়া চা৷ হলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
ফ্যাটি লিভার সমস্যা মোকাবিলায় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে ভুলবেন না৷ তবে পাশাপাশি আছে একাধিক ঘরোয়া টোটকা৷ সেগুলির মধ্যে সেরা অপশন হল মিন্ট জিঞ্জার টি বা পুদিনাপাতা আদা দেওয়া চা৷ হলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
3/7
১ ইঞ্চি আদা, ৫-৬ টা পুদিনাপাতা, মধু, লেবু ফোটান জলে৷ ৫-৭ মিনিট ধরে ফোটানোর পর ছেঁকে নিন৷ উষ্ণ অবস্থায় পান করুন৷
১ ইঞ্চি আদা, ৫-৬ টা পুদিনাপাতা, মধু, লেবু ফোটান জলে৷ ৫-৭ মিনিট ধরে ফোটানোর পর ছেঁকে নিন৷ উষ্ণ অবস্থায় পান করুন৷
advertisement
4/7
ফ্যাটি লিভার কমাতে প্রশমিত করতে হবে ইনফ্লেম্যাশন৷ ক্রনিক ইনফ্লেম্যাশন লিভারের ক্ষতি করে৷ আদার একাধিক যৌগের অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ লিভার ইনফ্লেম্যাশন কমায়৷ কমায় বদহজমের সমস্যা৷
ফ্যাটি লিভার কমাতে প্রশমিত করতে হবে ইনফ্লেম্যাশন৷ ক্রনিক ইনফ্লেম্যাশন লিভারের ক্ষতি করে৷ আদার একাধিক যৌগের অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ লিভার ইনফ্লেম্যাশন কমায়৷ কমায় বদহজমের সমস্যা৷
advertisement
5/7
 শরীর থেকে টক্সিন বার করে ডিটক্সিফাই করতে সাহায্য করে লিভার৷ আদা ও পুদিনাপাতার গুণ হজম ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে৷ লিভার তথা শরীরে সার্বিক মেদ গলাতেও সাহায্য করে এই পানীয়৷
শরীর থেকে টক্সিন বার করে ডিটক্সিফাই করতে সাহায্য করে লিভার৷ আদা ও পুদিনাপাতার গুণ হজম ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে৷ লিভার তথা শরীরে সার্বিক মেদ গলাতেও সাহায্য করে এই পানীয়৷
advertisement
6/7
ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে আদা৷ পুদিনাপাতার গুণ বাড়তি মেদ গলিয়ে দেয়৷ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে পুদিনাপাত৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণ, লিভারের সুস্থতা এবং মেটাবলিক রেট বজায় রাখে এই পানীয়৷ অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করলে লিভারের সুস্থতা বজায় থাকে৷ আদা পুদিনাপাতার চা নিয়মিত খেলে কমে অক্সিডেটিভ স্ট্রেস৷
ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে আদা৷ পুদিনাপাতার গুণ বাড়তি মেদ গলিয়ে দেয়৷ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে পুদিনাপাত৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণ, লিভারের সুস্থতা এবং মেটাবলিক রেট বজায় রাখে এই পানীয়৷ অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করলে লিভারের সুস্থতা বজায় থাকে৷ আদা পুদিনাপাতার চা নিয়মিত খেলে কমে অক্সিডেটিভ স্ট্রেস৷
advertisement
7/7
ওজন কমাতে খুবই কার্যকর এই পানীয়৷ মেদ জমে মোটা হয়ে যাওয়ার প্রবণতা রোধ করে এই চা৷ কারণ মেটবলিজন রেট বেড়ে যায়৷ দ্রুত হয় ফ্যাট বার্নিং প্রক্রিয়া৷ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন নিয়ন্ত্রণ করে এই পানীয়ের ভেষজ গুণ৷ ব্লাড সার্কুলেশনের সুস্থতা বজায় থাকে৷
ওজন কমাতে খুবই কার্যকর এই পানীয়৷ মেদ জমে মোটা হয়ে যাওয়ার প্রবণতা রোধ করে এই চা৷ কারণ মেটবলিজন রেট বেড়ে যায়৷ দ্রুত হয় ফ্যাট বার্নিং প্রক্রিয়া৷ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন নিয়ন্ত্রণ করে এই পানীয়ের ভেষজ গুণ৷ ব্লাড সার্কুলেশনের সুস্থতা বজায় থাকে৷
advertisement
advertisement
advertisement