ইস্ত্রি ছাড়াও জামা কাপড় আয়রন করা যায়! রইল ৫ সহজ পদ্ধতি!

Last Updated:
1/5
লোহার তৈরি, তলাটা সমান এমন একটা পাত্রে খানিকটা জল ফুটিয়ে নিন। এ বার জলটা ফেলে দিয়ে, গরম পাত্রটি দিয়েই কুচকানো জামা-কাপড়ের উপর ইস্ত্রি করার মতো করে ঘষে নিন। দেখবেন কুচকানো পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
লোহার তৈরি, তলাটা সমান এমন একটা পাত্রে খানিকটা জল ফুটিয়ে নিন। এ বার জলটা ফেলে দিয়ে, গরম পাত্রটি দিয়েই কুচকানো জামা-কাপড়ের উপর ইস্ত্রি করার মতো করে ঘষে নিন। দেখবেন কুচকানো পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
advertisement
2/5
বাড়িতে আজকাল সবারই হেয়ার স্ট্রেটনার থাকে। হেয়ার স্ট্রেটনার দিয়ে পোশাকের ভাঁজে ভাঁজে সমান ভাবে টেনে টেনে ঘষে নিন। মনেই হবে না জামা কাপড় ইস্ত্রি করেননি। photo source collected
বাড়িতে আজকাল সবারই হেয়ার স্ট্রেটনার থাকে। হেয়ার স্ট্রেটনার দিয়ে পোশাকের ভাঁজে ভাঁজে সমান ভাবে টেনে টেনে ঘষে নিন। মনেই হবে না জামা কাপড় ইস্ত্রি করেননি। photo source collected
advertisement
3/5
কুচকানো জামা-কাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপরে হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
কুচকানো জামা-কাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপরে হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
advertisement
4/5
জামা-কাপড় সমান করতে সাদা ভিনিগার খুব কাজের। ২ কাপ জলে ৩-৪ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণটি কুচকানো জামা-কাপড়ের ভাঁজে ভাঁজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিলেই কুচকানো ভাব উধাও হয়ে যাবে। photo source collected
জামা-কাপড় সমান করতে সাদা ভিনিগার খুব কাজের। ২ কাপ জলে ৩-৪ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণটি কুচকানো জামা-কাপড়ের ভাঁজে ভাঁজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিলেই কুচকানো ভাব উধাও হয়ে যাবে। photo source collected
advertisement
5/5
বাড়ির ইস্ত্রি খারাপ হয়ে গেলে চিন্তা করবেন না। কেটলিতে খানিকটা জল গরম করুন। জল ফুটে উঠলে, কেটলির নীচের অংশটা দিয়ে সামান্য চাপ দিয়ে জামা-কাপড়ের কুচকানো অংশের উপর ঘষুন। জামা-কাপড়ে ইস্ত্রি করার মতোই ফল পাবেন। photo source collected
বাড়ির ইস্ত্রি খারাপ হয়ে গেলে চিন্তা করবেন না। কেটলিতে খানিকটা জল গরম করুন। জল ফুটে উঠলে, কেটলির নীচের অংশটা দিয়ে সামান্য চাপ দিয়ে জামা-কাপড়ের কুচকানো অংশের উপর ঘষুন। জামা-কাপড়ে ইস্ত্রি করার মতোই ফল পাবেন। photo source collected
advertisement
advertisement
advertisement