Extramarital Affair:আপনার সঙ্গী পরকীয়া করছেন কি না, বুঝবেন কী করে? বিশেষজ্ঞদের দাবি, এই কয়েকটা বিষয়ে নজর রাখুন, বুঝে যাবেন

Last Updated:
কথায় বলে, যা নিশিদ্ধ, তাই প্রসিদ্ধ! পরকীয়ার এক অমোঘ হাতছানি! যুগ যুগ ধরে মানুষে এই মোহ কাটিয়ে উঠতে পারেন না...
1/7
কথায় বলে, যা নিশিদ্ধ, তাই প্রসিদ্ধ! পরকীয়ার এক অমোঘ হাতছানি! যুগ যুগ ধরে মানুষে এই মোহ কাটিয়ে উঠতে পারেন না... নানা সময়ে সুখী জীবন থাকতেও মানুষ পরকীয়ার টানা সাড়া দেন! আপনাদের দু'জনের মধ্যে কি তৃতীয় কোনও ব্যক্তি এসেছেন ? আপনার সঙ্গী বা সঙ্গিনী কি পড়কীয়ায় জড়িয়ে পড়েছেন? আপনি বুঝতে পারছেন অথচ নিশ্চিত হতে পারছেন না? বিশেষজ্ঞরা বলছেন, এই কয়েকটা বিষয়ে নজর রাখুন, ঠিক বুঝে যাবেন আপনার পার্টনার অন্য কারও প্রেমে মজেছেন কী না...
কথায় বলে, যা নিশিদ্ধ, তাই প্রসিদ্ধ! পরকীয়ার এক অমোঘ হাতছানি! যুগ যুগ ধরে মানুষে এই মোহ কাটিয়ে উঠতে পারেন না... নানা সময়ে সুখী জীবন থাকতেও মানুষ পরকীয়ার টানা সাড়া দেন! আপনাদের দু'জনের মধ্যে কি তৃতীয় কোনও ব্যক্তি এসেছেন ? আপনার সঙ্গী বা সঙ্গিনী কি পড়কীয়ায় জড়িয়ে পড়েছেন? আপনি বুঝতে পারছেন অথচ নিশ্চিত হতে পারছেন না? বিশেষজ্ঞরা বলছেন, এই কয়েকটা বিষয়ে নজর রাখুন, ঠিক বুঝে যাবেন আপনার পার্টনার অন্য কারও প্রেমে মজেছেন কী না...
advertisement
2/7
আপনাকে নিয়ে কি আগ্রহ হারিয়ে ফেলেছে সঙ্গী? যত্ন, খোঁজখবর নেওয়া আচমকাই কমে গিয়েছে? বা একে বারেই বন্ধ? কোনও ব্যস্ততা ছাড়া এমনটা দিনের পর দদিন হতে থাকলে সঙ্গীর সঙ্গে কথা বলুন।
আপনাকে নিয়ে কি আগ্রহ হারিয়ে ফেলেছে সঙ্গী? যত্ন, খোঁজখবর নেওয়া আচমকাই কমে গিয়েছে? বা একে বারেই বন্ধ? কোনও ব্যস্ততা ছাড়া এমনটা দিনের পর দদিন হতে থাকলে সঙ্গীর সঙ্গে কথা বলুন।
advertisement
3/7
প্রেমে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। তবে সাধারণত, ঝগড়া হয় ও তা সময়ের সঙ্গে মিটেও যায়। কিন্তু দিনের পর দিন কথায় কথায় অশান্তি ও দীর্ঘমেয়াদী সমস্যা চলতে থাকলে, আরেকবার ভাবুন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন কী না...
প্রেমে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। তবে সাধারণত, ঝগড়া হয় ও তা সময়ের সঙ্গে মিটেও যায়। কিন্তু দিনের পর দিন কথায় কথায় অশান্তি ও দীর্ঘমেয়াদী সমস্যা চলতে থাকলে, আরেকবার ভাবুন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন কী না...
advertisement
4/7
আপনার সঙ্গী কি আপনাকে নিয়ে আর পজেসিভ নন? হঠাৎ করে আপনাদের সম্পর্ককে সব জায়গায় 'স্রেফ বন্ধুত্বের' বলে তুলে ধরছেন? এমন হলে সে নিশ্চিতভাবেই আপনাকে ঠকাচ্ছে!
আপনার সঙ্গী কি আপনাকে নিয়ে আর পজেসিভ নন? হঠাৎ করে আপনাদের সম্পর্ককে সব জায়গায় 'স্রেফ বন্ধুত্বের' বলে তুলে ধরছেন? এমন হলে সে নিশ্চিতভাবেই আপনাকে ঠকাচ্ছে!
advertisement
5/7
হঠাৎ কোনও কারণ ছাড়াই দেখা করা বা ফোন করা এড়িয়ে যাচ্ছেন সঙ্গী? ব্যস্ততার অজুহাত দিচ্ছেন? এমনকী আপনাদের দীর্ঘ দিন দেখা না হওয়া বা ফোনে কথা না হওয়া নিয়েও তাঁর কোনও অভিযোগ-ও নেই! এরকমটা লাগাতার হতে থাকলেআপনার সতর্ক হওয়ার সময় এসেছে।
হঠাৎ কোনও কারণ ছাড়াই দেখা করা বা ফোন করা এড়িয়ে যাচ্ছেন সঙ্গী? ব্যস্ততার অজুহাত দিচ্ছেন? এমনকী আপনাদের দীর্ঘ দিন দেখা না হওয়া বা ফোনে কথা না হওয়া নিয়েও তাঁর কোনও অভিযোগ-ও নেই! এরকমটা লাগাতার হতে থাকলেআপনার সতর্ক হওয়ার সময় এসেছে।
advertisement
6/7
হঠাৎই সঙ্গী বন্ধুর মতো আচরণ করছেন? প্রেমে বন্ধুত্ব থাকে,  কিন্তু শুধুই বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। প্রেমিক বা প্রেমিকার আচরণে যদি হঠাৎ স্রেফ বন্ধুত্বের ছাপ পান, তা হলে এখনই সচেতন হন।
হঠাৎই সঙ্গী বন্ধুর মতো আচরণ করছেন? প্রেমে বন্ধুত্ব থাকে, কিন্তু শুধুই বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। প্রেমিক বা প্রেমিকার আচরণে যদি হঠাৎ স্রেফ বন্ধুত্বের ছাপ পান, তা হলে এখনই সচেতন হন।
advertisement
7/7
সঙ্গী তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়ে কি আজকাল বেশিই কথা বলছেন আআপনার সঙ্গে? মাঝে মাঝেই আপনার সঙ্গে প্রাক্তনের তুলনাও করছেন? সচেতন হোন। হয়তো পুরনো সম্পর্ক থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি।
সঙ্গী তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়ে কি আজকাল বেশিই কথা বলছেন আআপনার সঙ্গে? মাঝে মাঝেই আপনার সঙ্গে প্রাক্তনের তুলনাও করছেন? সচেতন হোন। হয়তো পুরনো সম্পর্ক থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি।
advertisement
advertisement
advertisement