Extramarital Affair: সঙ্গী কিংবা সঙ্গিনী কি অফিসে কারও সঙ্গে পরকীয়া করছেন? বুঝুন এই লক্ষণগুলো দেখে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আচমকাই আপনার সঙ্গী কিংবা সঙ্গিনীর ব্যবহারে খুব বদল এসেছে! খূব চেনা মানুষটাকেই ইদানীং অচেনা ঠেকে? কিছুতেই সব হিসেব মিলিয়ে উঠতে পারছেন না! কী মনে হচ্ছে, ত২আর জীবনে নতুন কোনও মানুষ এসেছে? পরকীয়ায় লিপ্ত আপনার পার্টনার? কী করে বুঝবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী অফিসে পরকীয়া করছেন কী না, বিশেষজ্ঞরা দিলেন টিপস--
advertisement
যৌনজীবনে পরিবর্তন একটা বড় বিষয়! যদি দেখেন পার্টনার রোজই শরীর খারাপ, মুড নেই বা ক্লান্তির অজুহাত দিয়ে যৌনতা এড়িয়ে যাচ্ছেন, তাহলে সাবধান হন! এর উলটোটা হলেও কিন্তু বিপদ! যদি দেখেন, সঙ্গী কিংবা সঙ্গিনী আচমকাই আপনার সঙ্গে যৌনমিলনে ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছে, তাহলেও ভাবার বিষয়! গবেষকরা বলেন, মানুষ অবচেতনের অপরাধবোধ এবং ভয় থেকেই এমনটা করেন! তাঁর ধারনা হয়, যৌনতায় বেশি আগ্রহ দেখালে উলটোদিকের মানুষটা ভাববে, সবকিছু ঠিকই আছে!
advertisement
আগে থেকে কোনও প্ল্যানিং নেই, অথচ আচমকাই আপনার সঙ্গি কিংবা সঙ্গিনী বললেন, অফিসের কাজে বাইরে যেতে হবে। অথবা ইদানীং খুব ঘনঘন কাজের অজুহাত দিয়ে দেরীতে অফিস থেকে বাড়ি ফিরছেন, ফিরেই খুব ক্লান্ত হওয়ার ভাব দেখিয়ে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিচ্ছেন... বারংবার যদি এমনটা ঘটতে থাকে, সাবধান হন, আপনার পার্টনার নির্ঘাত অন্য কোথাও মন দিয়ে বসে আছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement