Explained: আইসক্রিম কি আদৌ সত্যিই আপনার শরীরকে ঠান্ডা করতে পারে? জেনে নিন সকলের প্রিয় এই খাবারের পিছনে লুকিয়ে থাকা চমকপ্রদ তথ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Does Ice Cream Really Cool You Down: ক্রিমের মতো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম শরীরকে তাৎক্ষণিক ভাবে তো সতেজ করেই, কিন্তু তা সত্যিই কি শরীরকে ঠান্ডা করতে পারে? অথচ আদতে মজার বিষয়টি হল, আইসক্রিম শরীরে তাৎক্ষণিক ভাবে ঠান্ডার পরশ এনে দিতে পারে ঠিকই! তবে আইসক্রিম হজম করতে হেলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়।
তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ছে। আর লাগামছাড়া তাপদাহের হাত থেকে বাঁচতে অনেকেই আইসক্রিমে নিজেদের গলা ভেজান। ক্রিমের মতো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম শরীরকে তাৎক্ষণিক ভাবে তো সতেজ করেই, কিন্তু তা সত্যিই কি শরীরকে ঠান্ডা করতে পারে? অথচ আদতে মজার বিষয়টি হল, আইসক্রিম শরীরে তাৎক্ষণিক ভাবে ঠান্ডার পরশ এনে দিতে পারে ঠিকই! তবে আইসক্রিম হজম করতে হেলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়।
advertisement
advertisement
আইসক্রিম দ্রুত স্বস্তি দেয়: আইসক্রিম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় এবং তা দ্রুত ঠান্ডা এবং অস্থায়ী স্বস্তি দিতে পারে। নয়াদিল্লির আর্টেমিস লাইটের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডা. সঙ্গীতা তিওয়ারি বলেন যে, আইসক্রিম কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় বলে অবিলম্বে তা মুখ ও গলার তাপমাত্রা কমিয়ে কুলিং সেনসেশন ছড়িয়ে দেয়।
advertisement
আইসক্রিমের পিছনে থাকা উষ্ণ করে দেওয়ার প্রক্রিয়া: আইসক্রিম হজম করতে গিয়ে আইসক্রিম একটা বিপরীত প্রভাব সৃষ্টি করে। Scuzo Ice ‘O’ Magic-এর প্রতিষ্ঠাতা গগন আনন্দের কথায়, “আমাদের দেহ যে-ই আইসক্রিম হজম করা শুরু করে, তখনই সেই প্রক্রিয়ায় তাপ উৎপাদন হতে থাকে। আসলে এর মধ্যে থাকা ফ্যাট এবং সুগার ভাঙার জন্য প্রচুর এনার্জির প্রয়োজন হয়। যার জেরে দেহ ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম হয়ে যায়।”
advertisement
advertisement
জিল্যাটো ভাল বিকল্প: যাঁরা কুলিং এফেক্টের জন্য ভাল বিকল্প খুঁজছেন, তাঁদের জন্য সেরা হতে পারে ইতালিয়ান ফ্রোজেন ডেলিকেসি জিল্যাটো। আনন্দের মতে, জিল্যাটোর মধ্যে অন্য আইসক্রিমের তুলনায় ফ্যাটের পরিমাণ কম। তাই এটি হজম করতে কম এনার্জি লাগে। আর ঠান্ডার আবেশ ছড়িয়ে দেয়। আর এতে থাকা জলের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরকে দীর্ঘক্ষণ ঠান্ডা করতে সাহায্য করে জিল্যাটো। তাই এটি স্বাস্থ্যকর বিকল্প! Representational Image
advertisement
advertisement
advertisement