East Bardhaman News: মাত্র একদিনের ছুটি? কলকাতা থেকে ২ ঘণ্টায় ঘুরে আসুন বর্ধমানের জঙ্গল ও সায়েন্স পার্ক থেকে, জেনে নিন বিস্তারিত

Last Updated:
বর্ধমান জুওলজিক্যাল পার্কে দেখতে পাবেন চিতাবাঘ, কুমির, ভাল্লুক, মদনটাক, সিলভার ফিজেন্ট, ময়ূর,উট পাখি-সহ আরও নানান প্রজাতির পশু-পাখি। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আট বছরের উর্ধ্বে টিকিটের মূল্য ২৫ টাকা
1/7
শীতের মরশুম মানেই ঘুরতে যাওয়া,খাওয়া-দাওয়া আর পরিবার,বন্ধুবান্ধবকে নিয়ে সময় কাটানো। এদিকে অফিসে ছুটি নেই? চিন্তা করবেন না! মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গা থেকে! কলকাতা থেকে দূরত্ব মাত্র ২-৩ ঘণ্টা, শীতের পারফেক্ট ডেস্টিনেশন।
শীতের মরশুম মানেই ঘুরতে যাওয়া,খাওয়া-দাওয়া আর পরিবার,বন্ধুবান্ধবকে নিয়ে সময় কাটানো। এদিকে অফিসে ছুটি নেই? চিন্তা করবেন না! মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গা থেকে! কলকাতা থেকে দূরত্ব মাত্র ২-৩ ঘণ্টা, শীতের পারফেক্ট ডেস্টিনেশন
advertisement
2/7
প্রিয়জনের সঙ্গে সারাটা দিন হেসে-খেলে আনন্দে কাটবে! বুঝতেই পারবেন না, কীভাবে কাটল গোটা দিনটা! প্রকৃতির হাতছানি, সবুজে ঘেরা মুগ্ধকর পরিবেশ চোখে-মনে আরাম দেয়।
প্রিয়জনের সঙ্গে সারাটা দিন হেসে-খেলে আনন্দে কাটবে! বুঝতেই পারবেন না, কীভাবে কাটল গোটা দিনটা! প্রকৃতির হাতছানি, সবুজে ঘেরা মুগ্ধকর পরিবেশ চোখে-মনে আরাম দেয়।
advertisement
3/7
হাতে মাত্র ১ দিন ছুটি থাকলেই ঘুরে আসতে পারেন বর্ধমানের সায়েন্স সেন্টারে। মজা-ফূর্তির পাশাপাশি করতে পারেন নানা সায়েন্স অ্যাক্টিভিটি। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা। ১৯৯৪ সালের ৯ জানুয়ারী যাত্রা শুরু করে বর্ধমান সায়েন্স সেন্টার। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত খোলা থাকে।
হাতে মাত্র ১ দিন ছুটি থাকলেই ঘুরে আসতে পারেন বর্ধমানের সায়েন্স সেন্টারে। মজা-ফূর্তির পাশাপাশি করতে পারেন নানা সায়েন্স অ্যাক্টিভিটি। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা। ১৯৯৪ সালের ৯ জানুয়ারী যাত্রা শুরু করে বর্ধমান সায়েন্স সেন্টার। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত খোলা থাকে।
advertisement
4/7
বর্ধমান সায়েন্স সেন্টার ঘুরে আপনি চলে যেতে পারেন বর্ধমান রমনাবাগান বা বর্ধমান জুওলজিক্যাল পার্কে। চারদিকে বড় বড় গাছপালা, পাখির কোলাহল আর রয়েছে নানা পশু-পাখি।
বর্ধমান সায়েন্স সেন্টার ঘুরে আপনি চলে যেতে পারেন বর্ধমান রমনাবাগান বা বর্ধমান জুওলজিক্যাল পার্কে। চারদিকে বড় বড় গাছপালা, পাখির কোলাহল আর রয়েছে নানা পশু-পাখি।
advertisement
5/7
বর্ধমান জুওলজিক্যাল পার্কে দেখতে পাবেন চিতাবাঘ, কুমির, ভাল্লুক, মদনটাক, সিলভার ফিজেন্ট, ময়ূর,উট পাখি-সহ আরও নানান প্রজাতির পশু-পাখি। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আট বছরের উর্ধ্বে টিকিটের মূল্য ২৫ টাকা।
বর্ধমান জুওলজিক্যাল পার্কে দেখতে পাবেন চিতাবাঘ, কুমির, ভাল্লুক, মদনটাক, সিলভার ফিজেন্ট, ময়ূর,উট পাখি-সহ আরও নানান প্রজাতির পশু-পাখি। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আট বছরের উর্ধ্বে টিকিটের মূল্য ২৫ টাকা।
advertisement
6/7
 কীভাবে আসবেন? কলকাতা থেকে ট্রেন ধরে আসতে হবে বর্ধমান স্টেশন। সেখানে নেমে টোটো অথবা টাউন সার্ভিস করে আপনাকে যেতে হবে গোলাপবাগ। যদি আসানসোল বা দুর্গাপুরের দিক থেকে আসেন, তাহলে আপনাকে নামতে হবে বর্ধমান স্টেশনে।
কীভাবে আসবেন? কলকাতা থেকে ট্রেন ধরে আসতে হবে বর্ধমান স্টেশন। সেখানে নেমে টোটো অথবা টাউন সার্ভিস করে আপনাকে যেতে হবে গোলাপবাগ। যদি আসানসোল বা দুর্গাপুরের দিক থেকে আসেন, তাহলে আপনাকে নামতে হবে বর্ধমান স্টেশনে।
advertisement
7/7
কলকাতার দিক থেকে যদি বাসে আসেন তাহলে নামতে পারেন উল্লাস বাসস্ট্যান্ডে অথবা নবাবহাটে। সেখান থেকে টোটো করে যেতে হবে গোলাপবাগ। দুর্গাপুরের দিক থেকে বাসে এলে আপনাকে নামতে হবে নবাবহাট বাসস্ট্যান্ডে।
কলকাতার দিক থেকে যদি বাসে আসেন তাহলে নামতে পারেন উল্লাস বাসস্ট্যান্ডে অথবা নবাবহাটে। সেখান থেকে টোটো করে যেতে হবে গোলাপবাগ। দুর্গাপুরের দিক থেকে বাসে এলে আপনাকে নামতে হবে নবাবহাট বাসস্ট্যান্ডে।
advertisement
advertisement
advertisement