Durga Puja Trip: প্রকৃতির রূপ ধোঁয়ায় মোড়া, মার্বেলের বুকে ঠিকরে পড়ে চাঁদের আলো, পুজোয় গন্তব্য হোক এই জলপ্রপাত
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Durga Puja Travel: ভেড়াঘাটের পাথর কালক্রমে ইতিহাসে পরিণত হয়েছে। ১০০ ফুট উঁচু মার্বেল পাথর দিয়ে তৈরি এই ঘাটটিকে প্রকৃতি নিজে বিশেষ করে তুলেছে। এই মার্বেলগুলিতে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে, তাই এই পাথরগুলি নরম।
*মধ্যপ্রদেশে এমন একটি জায়গা আছে যার সামনে বিদেশি দর্শনীয় স্থানগুলোও ফিকে মনে হতে পারে। জবলপুরের ভেড়াঘাট এমনই একটি সুন্দর স্থান। এই ছোট শহরের চারপাশে মার্বেল পাথর আর সবুজ গাছের সারি। জায়গাটি এতটাই মনোরম যে, সেখানে ইতিমধ্যেই অনেক ছবির শ্যুটিং হয়েছে। মানুষ এই জায়গাটিকে নৌকা চালানোর জন্যও সেরা বলে মনে করেন। এই ঘাটের পাথরকেও মানুষ মায়াবি বলে মনে করেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*মানুষ কয়েক ফুট উঁচু এই শিলাকে জাদুশিলা বলে মনে করেন। নদীর পথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পাথরের আকারও পরিবর্তন হয়। এই পাথরগুলো বাইরে থেকে দেখতে কালো এবং ভেতর থেকে সাদা। রাতে এখানকার দৃশ্য দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। চাঁদের আলোয় মার্বেলের ঘাটকে খুব সুন্দর দেখায়। কিছুদিন আগে ভেড়াঘাটে ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*ভেড়াঘাটে যেতে হলে আমাদের নামতে হবে জবলপুর রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে। এই জায়গাটি জবলপুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। এই শহরের নিজস্ব বিমানবন্দরও রয়েছে। ভেড়াঘাটে যাওয়ার জন্য রোপওয়ের বিকল্পও আছে। ঘাটে নৌকায় চড়ে প্রাকৃতিক দৃশ্যগুলো আরও কাছ থেকে দেখা যায়, টিকিটের মূল্য মাত্র ২০০ টাকা। সংগৃহীত ছবি।