Durga Puja Trip: পুজোর ছুটি একটু অন্যভাবে কাটাতে চান? ট্রেকিংয়ের জন্য বাছুন এই রুট, বাড়ি যেতে মন চাইবে না

Last Updated:
Durga Puja Trip: মন মাতানো জায়গায় মনের মানুষের সঙ্গে পুজোর ক'টা দিন কাটাতে চাইলে চলে আসুন বাঁকুড়ার এই জায়গায়। ট্রেকিং করতে পারেন বিহারীনাথ পাহাড়ে। ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয় এই পাহাড় তবে অবশ্যই একজন স্থানীয় কাউকে অথবা গাইড হিসেবে কাউকেরাখতে হবে।
1/6
*অসাধারণ সুন্দর পাহাড়, যার উচ্চতা ৪৫১ মিটার। ঘটনাচক্রে এই পাহাড় বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। ঘন জঙ্গল, পাহাড় আর মেঘ যেন উপরি পাওনা।
*অসাধারণ সুন্দর পাহাড়, যার উচ্চতা ৪৫১ মিটার। ঘটনাচক্রে এই পাহাড় বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। ঘন জঙ্গল, পাহাড় আর মেঘ যেন উপরি পাওনা।
advertisement
2/6
*কলকাতা থেকে বিহারীনাথের দূরত্ব ২১৮ কিলোমিটার, রয়েছে খুব সহজেই পৌঁছে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা। হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া আসার একাধিক ট্রেন রয়েছে, আবার চাইলে দুর্গাপুর হয়েও আসা যায়।
*কলকাতা থেকে বিহারীনাথের দূরত্ব ২১৮ কিলোমিটার, রয়েছে খুব সহজেই পৌঁছে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা। হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া আসার একাধিক ট্রেন রয়েছে, আবার চাইলে দুর্গাপুর হয়েও আসা যায়।
advertisement
3/6
*কলকাতা থেকে পাওয়া যায় বাঁকুড়াগামী বাস, সাড়ে তিন-চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন বাঁকুড়া। গাড়িতে যাতায়াত করলে জাতীয় সড়ক ৬০ ধরে সরাসরি বিহারীনাথ পৌঁছানো যায়।
*কলকাতা থেকে পাওয়া যায় বাঁকুড়াগামী বাস, সাড়ে তিন-চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন বাঁকুড়া। গাড়িতে যাতায়াত করলে জাতীয় সড়ক ৬০ ধরে সরাসরি বিহারীনাথ পৌঁছানো যায়।
advertisement
4/6
*চাইলে ট্রেকিং করতে পারেন বিহারীনাথ পাহাড়ে। ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয় এই পাহাড়, তবে অবশ্যই একজন স্থানীয় কাউকে অথবা গাইড হিসেবে কাউকে রাখতে হবে, নয়তো পাহাড় এবং জঙ্গল, পথ হারিয়ে যেতে পারে।
*চাইলে ট্রেকিং করতে পারেন বিহারীনাথ পাহাড়ে। ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয় এই পাহাড়, তবে অবশ্যই একজন স্থানীয় কাউকে অথবা গাইড হিসেবে কাউকে রাখতে হবে, নয়তো পাহাড় এবং জঙ্গল, পথ হারিয়ে যেতে পারে।
advertisement
5/6
*নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের জন্য রয়েছে মন ভরানো ব্যবস্থা। হোমস্টে থেকে শুরু করে গেস্ট হাউস এবং আধুনিক রিসর্ট বাদ থাকছে না কিছুই।
*নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের জন্য রয়েছে মন ভরানো ব্যবস্থা। হোমস্টে থেকে শুরু করে গেস্ট হাউস এবং আধুনিক রিসর্ট বাদ থাকছে না কিছুই।
advertisement
6/6
জনপ্রিয় হোমস্টের মালিক অনুপম সেন বলেন,
জনপ্রিয় হোমস্টের মালিক অনুপম সেন বলেন,
advertisement
advertisement
advertisement