Durga Puja Travel: জনপ্রিয় সিনেমায় দেখে মুগ্ধ হয়েছেন, দুর্গাপুজোয় ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছেই এই অফবিট গ্রামে

Last Updated:
Durga Puja Travel: এই জামুনিতেই বরফি ছবির শুটিং হয়েছিল। রঙ্গিত নদীর উপরের লোহার ব্রিজে সারি সারি প্রার্থনার পতাকা লাগানো রয়েছে।
1/6
*দার্জিলিঙের কাছেই রয়েছে এমনই এক অজানা জায়গা যার নাম জামুনি। রঙ্গিত নদীর পাড়ে এই জামুিন মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। জনপ্রিয় বরফি ছবির শ্যুটিং হয়েছিল এই জামুনিতে। বর্ষায় ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
*দার্জিলিঙের কাছেই রয়েছে এমনই এক অজানা জায়গা যার নাম জামুনি। রঙ্গিত নদীর পাড়ে এই জামুিন মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। জনপ্রিয় বরফি ছবির শ্যুটিং হয়েছিল এই জামুনিতে। বর্ষায় ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
2/6
*দার্জিলিং থেকে দূরত্ব খুব একটা বেশি নয়। দার্জিলিং থেকে জামুনি যেতে খুব বেশি হলে এক ঘণ্টা সময় লাগে। পুজোর সময় পাহাড়ি পথ বেয়ে উঠে গিয়েছে রাস্তা। দার্জিলিঙের থেকে নীচে জামুনি। কিন্তু তার শোভা অসাধারণ।
*দার্জিলিং থেকে দূরত্ব খুব একটা বেশি নয়। দার্জিলিং থেকে জামুনি যেতে খুব বেশি হলে এক ঘণ্টা সময় লাগে। পুজোর সময় পাহাড়ি পথ বেয়ে উঠে গিয়েছে রাস্তা। দার্জিলিঙের থেকে নীচে জামুনি। কিন্তু তার শোভা অসাধারণ।
advertisement
3/6
*একদিকে দার্জিলিং, আরেক দিকে সিকিম। আর দুই রাজ্যকে জুড়েছে একটা লোহার পুল। এটাই জামুনি ব্রিজ। আর ব্রিজের নীচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। এই জামুনিতেই বরফি ছবির শুটিং হয়েছিল। রঙ্গিত নদীর উপরের লোহার ব্রিজে সারি সারি প্রার্থনার পতাকা লাগানো রয়েছে।
*একদিকে দার্জিলিং, আরেক দিকে সিকিম। আর দুই রাজ্যকে জুড়েছে একটা লোহার পুল। এটাই জামুনি ব্রিজ। আর ব্রিজের নীচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। এই জামুনিতেই বরফি ছবির শুটিং হয়েছিল। রঙ্গিত নদীর উপরের লোহার ব্রিজে সারি সারি প্রার্থনার পতাকা লাগানো রয়েছে।
advertisement
4/6
*এখানকার রাস্তা ঘাট সব কিছুই মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। গাড়ির চালকরা বলেদেন কোথায় কোন ছবির ছবির শ্যুটিং হয়েছিল। সেই কারণে জামুনির আলাদা একটা আকর্ষণ রয়েছে। রঙ্গিত নদীর গায়েই রয়েছে জামুনি পার্ক। সেখানে রয়েছে শিবের শ্বেত পাথরের মূর্তি।
*এখানকার রাস্তা ঘাট সব কিছুই মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। গাড়ির চালকরা বলেদেন কোথায় কোন ছবির ছবির শ্যুটিং হয়েছিল। সেই কারণে জামুনির আলাদা একটা আকর্ষণ রয়েছে। রঙ্গিত নদীর গায়েই রয়েছে জামুনি পার্ক। সেখানে রয়েছে শিবের শ্বেত পাথরের মূর্তি।
advertisement
5/6
*পার্কের মধ্যেই রয়েছে একটা লেক। সেখানে সাঁতার কেটে বেরিয়ে আসে রাজহাঁস। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকলে মন ভাল হয়ে যায়। রঙ্গিতের জলে পা ভিজিয়ে নিতে পারেন।
*পার্কের মধ্যেই রয়েছে একটা লেক। সেখানে সাঁতার কেটে বেরিয়ে আসে রাজহাঁস। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকলে মন ভাল হয়ে যায়। রঙ্গিতের জলে পা ভিজিয়ে নিতে পারেন।
advertisement
6/6
*দার্জিলিংয়ের কাছে পিঠের জায়গা বলেই সকলে ঘুরতে আসে। তবে এখন কিছু থাকার জায়গা হয়ে উঠেছে। সেখানে একদিন কাটিয়ে আসতেই পারেন। একদিন জামুনিতে কাটিয়ে আবার ফিরে যাওয়া দার্জিলিং। ছোট্ট একটা ট্রিপ। পুজোর সময় মন্দ হবে না।
*দার্জিলিংয়ের কাছে পিঠের জায়গা বলেই সকলে ঘুরতে আসে। তবে এখন কিছু থাকার জায়গা হয়ে উঠেছে। সেখানে একদিন কাটিয়ে আসতেই পারেন। একদিন জামুনিতে কাটিয়ে আবার ফিরে যাওয়া দার্জিলিং। ছোট্ট একটা ট্রিপ। পুজোর সময় মন্দ হবে না।
advertisement
advertisement
advertisement