Durga Puja Trip 2024: পুজোয় জঙ্গল-পাহাড়-নদীর পাশেই থাকার আমেজ নিতে চান? রইল ডুয়ার্স-কালিম্পংয়ের সেরা ঠিকানা

Last Updated:
Durga Puja Trip 2024: পুজোর সময় কাশফুলের ছড়াছড়ি। সেই ঘন কাশবনের মধ্য দিয়ে বুনো হাতির দলের কীর্তি দেখতে হলে আসতেই হবে রামসাইয়ের মেঘলা টাওয়ারে। এছাড়াও রয়েছে, কালিম্পংয়ের কোলাখাম, মুডুং কোলা-সহ বহু অফবিট গ্রাম। গরুবাথান, পাপড়ক্ষেতি, পাশাবং, ইয়েলবং, শিবখোলা-সহ বহু জায়গা। তাই এই জায়গাগুলোর পার্শ্ববর্তী রিসর্টগুলির সঙ্গে আগেভাগেই যোগাযোগ করে রাখুন।
1/6
*সামনেই পুজো। এই পুজোয় যদি উত্তরবঙ্গের জঙ্গল, পাহাড়, নদীর আমেজ নিতে চান তা হলে আগেভাগেই বুকিং সেরে ফেলুন। কারণ, পুজোর সময় খুব একটা ফাঁকা পাওয়া যায় না এখানকার রিসর্টগুলি! শুধু তাই নয়,সময় পেরোতেই ছন্দে ফিরছে পাহাড়।
*সামনেই পুজো। এই পুজোয় যদি উত্তরবঙ্গের জঙ্গল, পাহাড়, নদীর আমেজ নিতে চান তা হলে আগেভাগেই বুকিং সেরে ফেলুন। কারণ, পুজোর সময় খুব একটা ফাঁকা পাওয়া যায় না এখানকার রিসর্টগুলি! শুধু তাই নয়,সময় পেরোতেই ছন্দে ফিরছে পাহাড়।
advertisement
2/6
*উত্তরবঙ্গের ছোঁয়া পাওয়ার নামমাত্র কয়েকটি ট্রেন রয়েছে। তাই যদি উত্তরবঙ্গের ডুয়ার্স ঘুরতে আসার ইচ্ছে থাকে তা হলে ট্রেনের টিকিট শীঘ্রই বুকিং না করলে বিপদে পড়তে হবে বইকি! শরৎকালে পেঁজা তুলোর মত মেঘেদের দেশে হারিয়ে যাওয়া মিস না করতে চাইলে সব কিছুর চেকলিস্ট তৈরি করে ফেলুন।
*উত্তরবঙ্গের ছোঁয়া পাওয়ার নামমাত্র কয়েকটি ট্রেন রয়েছে। তাই যদি উত্তরবঙ্গের ডুয়ার্স ঘুরতে আসার ইচ্ছে থাকে তা হলে ট্রেনের টিকিট শীঘ্রই বুকিং না করলে বিপদে পড়তে হবে বইকি! শরৎকালে পেঁজা তুলোর মত মেঘেদের দেশে হারিয়ে যাওয়া মিস না করতে চাইলে সব কিছুর চেকলিস্ট তৈরি করে ফেলুন।
advertisement
3/6
*উত্তরের রানি ডুয়ার্স! সেই ডুয়ার্সের ঘন জঙ্গলের ভেতর অ্যাডভেঞ্চারস ট্রিপ থেকে শুরু করে পাহাড় নদী ঝরনার মন ভাল করা সৌন্দর্য উপভোগ করতে এবং ভালবাসার মানুষের সঙ্গে একান্তে কদিন সময় কাটাতে এখানকার রিসর্টগুলিতে আসতেই হবে।
*উত্তরের রানি ডুয়ার্স! সেই ডুয়ার্সের ঘন জঙ্গলের ভেতর অ্যাডভেঞ্চারস ট্রিপ থেকে শুরু করে পাহাড় নদী ঝরনার মন ভাল করা সৌন্দর্য উপভোগ করতে এবং ভালবাসার মানুষের সঙ্গে একান্তে কদিন সময় কাটাতে এখানকার রিসর্টগুলিতে আসতেই হবে।
advertisement
4/6
*কয়েকটি মন ভাল করা ভিউ পয়েন্টের নাম দেওয়া রইল প্রতিবেদনে। পুজোর সময় কাশফুলের ছড়াছড়ি। সেই ঘন কাশবনের মধ্য দিয়ে বুনো হাতির দলের কীর্তি দেখতে হলে আসতেই হবে রামসাইয়ের মেঘলা টাওয়ারে। এছাড়াও রয়েছে, কালিম্পংয়ের কোলাখাম, মুডুং কোলা-সহ বহু অফবিট গ্রাম। গরুবাথান, পাপড়ক্ষেতি, পাশাবং, ইয়েলবং, শিবখোলা-সহ বহু জায়গা। তাই এই জায়গাগুলোর পার্শ্ববর্তী রিসর্টগুলির সঙ্গে আগেভাগেই যোগাযোগ করে রাখুন।
*কয়েকটি মন ভাল করা ভিউ পয়েন্টের নাম দেওয়া রইল প্রতিবেদনে। পুজোর সময় কাশফুলের ছড়াছড়ি। সেই ঘন কাশবনের মধ্য দিয়ে বুনো হাতির দলের কীর্তি দেখতে হলে আসতেই হবে রামসাইয়ের মেঘলা টাওয়ারে। এছাড়াও রয়েছে, কালিম্পংয়ের কোলাখাম, মুডুং কোলা-সহ বহু অফবিট গ্রাম। গরুবাথান, পাপড়ক্ষেতি, পাশাবং, ইয়েলবং, শিবখোলা-সহ বহু জায়গা। তাই এই জায়গাগুলোর পার্শ্ববর্তী রিসর্টগুলির সঙ্গে আগেভাগেই যোগাযোগ করে রাখুন।
advertisement
5/6
*ঘন জঙ্গলের ভেতর রোমাঞ্চকর রাত যাপন করতে চাইলে দক্ষিণ ধুপঝোড়া এলাকায় রিসর্ট বুক করতে পারেন। এটি একেবারে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া।
*ঘন জঙ্গলের ভেতর রোমাঞ্চকর রাত যাপন করতে চাইলে দক্ষিণ ধুপঝোড়া এলাকায় রিসর্ট বুক করতে পারেন। এটি একেবারে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া।
advertisement
6/6
*এ বছরের ভারী বর্ষায় কার্যত বিপন্ন সিকিম পাহাড় ও গ্যাংটক। কিন্তু পরিস্থিতি অনুকূল হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে শৈলশহর। পুজোর মরশুমে পর্যটকদের জন্যই অপেক্ষা করে রয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাই পূজোর সময় শৈলশহরের সৌন্দর্য উপভোগ করতে পুজোর তিনমাস আগে থেকেই ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি রাতযাপনের জন্যে রিসর্ট বুকিং করতে ভুলবেন না।
*এ বছরের ভারী বর্ষায় কার্যত বিপন্ন সিকিম পাহাড় ও গ্যাংটক। কিন্তু পরিস্থিতি অনুকূল হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে শৈলশহর। পুজোর মরশুমে পর্যটকদের জন্যই অপেক্ষা করে রয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাই পূজোর সময় শৈলশহরের সৌন্দর্য উপভোগ করতে পুজোর তিনমাস আগে থেকেই ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি রাতযাপনের জন্যে রিসর্ট বুকিং করতে ভুলবেন না।
advertisement
advertisement
advertisement