Drinking Water: শীতে বড্ডো কম জল খান? জানেন কী ক্ষতি হতে পারে? জেনে নিন কী বলছেন ‘চিকিৎসক’? কতটা জল খাওয়া উচিত?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Drinking Water: শীতে কম জল খাওয়া হলে কী কী ক্ষতি হতে পারে জানুন। ডিহাইড্রেশন থেকে বাঁচতে এবং শীতকালে স্বাস্থ্য ঠিক রাখতে কতটা জল খাওয়া উচিত, জানুন চিকিৎসকের পরামর্শ
advertisement
advertisement
advertisement
advertisement
ঠিক কতটা জল খাওয়া উচিত?
চিকিৎসকের পরামর্শ, জল খাওয়ার পরিমাণ নিয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই ভাবেন, অতিরিক্ত জল খেলেই বুঝি সব শারীরিক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধারণা মোটেই ঠিক নয়। এক জন সাধারণ মানুষ, যাঁর কিডনি ঠিকঠাক কাজ করছে এবং হার্ট ও লিভারেরও কোনও বড় অসুখ নেই, তাঁর সাধারণত দিনে আড়াই থেকে তিন লিটার তরলের প্রয়োজন হয়। তরল মানে কিন্তু শুধু মাত্র জল নয়। যিনি দিনে অনেক বার চা খান, তাঁকে সেই মাপটাও নিতে হবে। ফলের রসও এর মধ্যে পড়ে। এমনকি খাবারের সঙ্গেও বেশ খানিকটা জল ঢোকে আমাদের শরীরে।
চিকিৎসকের পরামর্শ, জল খাওয়ার পরিমাণ নিয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই ভাবেন, অতিরিক্ত জল খেলেই বুঝি সব শারীরিক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধারণা মোটেই ঠিক নয়। এক জন সাধারণ মানুষ, যাঁর কিডনি ঠিকঠাক কাজ করছে এবং হার্ট ও লিভারেরও কোনও বড় অসুখ নেই, তাঁর সাধারণত দিনে আড়াই থেকে তিন লিটার তরলের প্রয়োজন হয়। তরল মানে কিন্তু শুধু মাত্র জল নয়। যিনি দিনে অনেক বার চা খান, তাঁকে সেই মাপটাও নিতে হবে। ফলের রসও এর মধ্যে পড়ে। এমনকি খাবারের সঙ্গেও বেশ খানিকটা জল ঢোকে আমাদের শরীরে।
advertisement
advertisement