Water Bottle: কোল্ড ড্রিঙ্কের বোতলে জল ভরে খান? ক'টা টাকা বাঁচাতে গিয়ে সর্বনাশ, সাবধান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Plastic Bottle- জলের বোতল হিসেবে বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করার চল আদ্দ্য়িকাল থেকেই রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলও সেই কাজে লাগে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বেশিরভাগ সময়েই প্লাস্টিক দিয়ে তৈরি হয়।
advertisement
জলের বোতল হিসেবে বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করার চল আদ্দ্য়িকাল থেকেই রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলও সেই কাজে লাগে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বেশিরভাগ সময়েই প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই প্লাস্টিকই আসল বিপদ ঘটায়। বোতলগুলির মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক জমে থাকে। এগুলি মূল বোতল থেকে আলাদা হয়ে তরলের মধ্য়ে ভাসমান হয়ে থাকে। সেগুলি আপনার শরীরে প্রবেশ করতে পারে।
advertisement
নিম্নমানের প্লাস্টিকে থাকে বিফিনাইল এ বা বিপিএ নামক এক রাসায়নিক। এই রাসায়নিককে শরীর ইস্ট্রোজেনের মতো ব্যবহার করে। এই রাসায়নিক ডায়াবিটিস, ওবেসিটি, বন্ধ্যাত্ব, বিহেভিয়ারাল প্রবলেম-এর কারণ হতে পারে। বয়ঃসন্ধিকালের মেয়েদের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি করে এটি। আর মাইক্রোপ্লাস্টিক মোটেই হজম হওয়ার জিনিস নয়। ফলে পেটে সমস্যা দেখা দেবেই।
advertisement
অনেকেই জানেন না, সূর্যরষ্মির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া হয়। ফলে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়। সেই তালিকায় থাকে ডায়াক্সিন। এই রাসায়নিক কিন্তু ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপের সমস্যা, অম্বল, গ্যাস, খাবার ঠিকমতো হজম না হওয়ার সমস্যা দেখা দিতে পারে।
advertisement
ওজন বেড়ে যাওয়ার পিছনেও খানিকটা দায়ী থাকে মাইক্রোপ্লাস্টিক। অন্যদিকে ইনসুলিনের ক্ষমতা কমিয়ে দেয় এটি। যা সুগারের রোগ ডেকে আনে অকালে।প্লাস্টিকের মধ্যে প্যাথেলেটস নামক একটি উপাদান থাকে। এটি লিভার ক্যানসারের কারণ হতে পারে। এটি পুরুষদের শরীরে স্পার্ম কাউন্টও কমিয়ে দিতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)