শীত মানেই ফুলকপি আর বাঁধাকপি... কিন্তু পোকা থেকে বাঁচতে হবে তো! উপায় বললেন বিশেষজ্ঞ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ফুলকপি চাষে রোগ পোকার সমস্যা কমাতে ড: সূরজ সরকার বীজ শোধন, মশারির নেট, গোবর সার ও সঠিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন.
advertisement
advertisement
সর্বদা তাজা ফুলকপি কিনুন এবং যেসব ফুলকপিতে দাগ বা ক্ষতির লক্ষণ দেখা যায় সেগুলো এড়িয়ে চলুন। ফুলকপি ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিন যাতে পোকামাকড় আছে কিনা তা পরীক্ষা করা যায়। একটি পাত্রে জল ভরে, লবণ দিন এবং ফুলকপিগুলো এক বা দুই মিনিটের জন্য ফুটিয়ে নিন। এতে পোকামাকড় মারা যায় এবং দূর হয়, একই সাথে কীটনাশকের অবশিষ্টাংশও কম থাকে।
advertisement
advertisement
advertisement
কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের শস্যের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড: সূরজ সরকার জানান, “বীজ রোপণের আগে বীজ ভাল করে শোধন করে নেওয়া উচিত। যাতে তাতে কোন ফাঙ্গাস বা ভাইরাস না থাকে। এছাড়া চারার বেড তৈরি করার সময় মশারির নেট ব্যাবহার করলে রোগ পোকার আক্রমণ কম হয়। ফুলকপি চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি ৫-৭ টন গোবর সার প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া পচা গোবর জমি তৈরির সময় ৫০ কেজি দিতে হবে। ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা সারি থেকে সারি ৫০ সে.মি. (২০ ইঞ্চি) এবং চারা থেকে চারা ৪০ সে.মি. (১৬ ইঞ্চি) দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে। প্রথম ও দ্বিতীয়বার সার উপরি প্রয়োগের পর পরই সারির দু’পাশের মাটি আলগা করে গাছের গোড়ায় তুলে দিতে হবে।”
