জিভেই লুকিয়ে রোগের রহস্য! চেক-আপের সময় ডাক্তাররা প্রথমেই জিভ দেখতে চান কেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Doctors watch tongue first of Patients: চেক-আপের সময় ডাক্তাররা জিভ দেখতে চান। এটা কম-বেশি আমরা সকলেই লক্ষ্য করে থাকি। কিন্তু কখনও কি মনে হয়েছে, ডাক্তাররা এটা কেন বলেন? আসলে জিভের রঙ পরিবর্তন হয়েছে কি না, সেটা বোঝার চেষ্টা করেন ডাক্তাররা।
advertisement
advertisement
advertisement
মুখের ভিতরের হোয়াইট প্যাচেস: জিভের উপর সাদা দাগ কিন্তু ইস্ট সংক্রমণের কারণ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই যা শিশু এবং বয়স্কদের মধ্যেই দেখা যায়। শুধু তা-ই নয়, লিউকোপ্লাকিয়ার সমস্যাও নির্দেশ করে এই হোয়াইট প্যাচ। বেশির ভাগ লিউকোপ্লাকিয়া প্যাচ নন-ক্যানসারাস। তবে কিছু কিছু প্যাচ আবার ক্যানসারের প্রাথমিক লক্ষণ প্রকাশ করে। তামাকজাত দ্রব্যের সেবনে এই অবস্থা আরও বাড়ে।
advertisement
advertisement
ব্ল্যাক টাং: নিয়মিত অ্যান্টাসিড ট্যাবলেট সেবনকারী এবং ডায়াবেটিক রোগীদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। আসলে এই ধরনের ট্যাবলেটে থাকে বিসমাথ ধাতু। যা মুখে এবং পরিপাক নালীর মধ্যে প্রাকৃতিক ভাবে উপস্থিত সালফারের সঙ্গে বিক্রিয়া করে। এর জেরে কখনও কখনও ব্ল্যাক টাং-এর সমস্যা হয়। ভাল ওরাল হাইজিন মেনে চললে সমস্যা সমাধান হয়। কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন