থাইয়ের ভিতরের অংশে কালো ছোপ সৌন্দর্য ও ত্বক, দু’য়ের পক্ষেই হানিকর৷ পুরো পা পেলব ও পরিষ্কার, অথচ দুই থাইয়ে কালো ছোপ-এর ফলে শর্ট ড্রেস পরা যায় না৷ ত্বকের ওই অংশে প্রচুর মেলানিন ক্ষরণ হয়৷ ফলে ত্বকে কালচে ছোপ পড়ে যায়৷ নানা কারণে এই হাইপারপিগমেন্টেশন হয়৷ দুই থাইয়ের মধ্যে ঘর্ষণের ফলে ক্রমশ ত্বকের রং কালচে হয়ে যায়৷ সঙ্গে চুলকুনিও দেখা দিতে পারে৷ ঋতুস্রাব, প্রেগন্যান্সি, সন্তানকে স্তন্যপান করানো, পলিসিস্টিক ওভারিায়ন সিন্ড্রোম-সহ একাধিক কারণে মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্যে ব্যাঘাত হয়৷ ফলে থাইয়ে হাইপারপিগমেন্টেশন দেখা দেয়৷ ওরাল কন্ট্রাসেপ্টিভ-সহ নির্দিষ্ট কিছু ওষুধ খেলেও এই সমস্যা দেখা দিতে পারে৷ অতিরিক্ত সূর্যালোকে থাকলেও থাইয়ে কালো ছোপ দেখা দিতে পারে৷ ত্বক শুকনো হলেও ত্বকে কালো ছোপ দেখা দিতে পারে অতিরিক্ত টাইট পোশাকের ঘর্ষণেও এই সমস্যা হয় স্কিন পিগমেন্টেশন ডিসঅর্ডার অ্যাকান্সিস নাইগ্রাক্যান্স-এর ফলেও এই হাইপার পিগমেন্টেশন হতে পারে মধুমেহ রোগের প্রভাবেও থাইয়ের ত্বক কালো হয়ে পড়তে পারে৷