Best 5 Honeymoon Destination: পাহাড়ের কোলে ‘মধুচন্দ্রিমার প্ল্যান’? রইল বাজেট ফ্রেন্ডলি ৫ স্বর্গীয় গন্তব্যের হদিশ! নির্জনতায় জমবে রোম্যান্স
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Honeymoon Trip: নতুন দম্পতিরা এখন আর ভিড়ভাট্টা, হোটেলের কোলাহল কিংবা প্রচলিত স্পটগুলোতে যেতে চাইছেন না। বরং পাহাড়ের কোলে শান্ত, অচেনা, অফবিট কোনও জায়গায় কাটাতে চাইছেন দু’দিনের রোম্যান্টিক নিভৃত সময়।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন দম্পতিরা এখন আর ভিড়ভাট্টা, হোটেলের কোলাহল কিংবা প্রচলিত স্পটগুলোতে যেতে চাইছেন না। বরং পাহাড়ের কোলে শান্ত, অচেনা, অফবিট কোনও জায়গায় কাটাতে চাইছেন দু’দিনের রোম্যান্টিক নিভৃত সময়। দার্জিলিংয়ের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন বহু গোপন সৌন্দর্যের আস্তানা—যেখানে প্রকৃতিই হয়ে ওঠে সঙ্গী। রইল সেই পাঁচটি অফবিট রত্নের নাম, যা এখন নবদম্পতিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ‘হাইড-অ্যাওয়ে’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









