দিনের পর দিন ভারতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এর একটাই কারণ হল অসংযত জীবনযাপন তেল মশলা যুক্ত খাবার যুবদেরও হার্টের সমস্যা তৈরি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
তবে এই সমস্যা অনেক সময় থাকতেই চেনা যেতে পারে ৷ বিজ্ঞানীরা হৃদরোগের সমস্যা থেকে বাঁচতে নানান পদ্ধতি বের করেছেন ৷ জানতে পারা যায় হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি আছে সেটাই বুঝতে পারা যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
এটি এমন এক সমস্যা যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ৷ তবে এমন এক টেস্ট আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে মৃত্যু পর্যন্ত কম করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
বিজ্ঞানীরা এমন কিছু মানুষের সি-রিঅ্যাক্সিভ টেস্ট করেছেন যাঁদের বহুদিন ধরেই হার্টের সমস্যা আছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
ট্রোপোপিন (Troponin) এমনই এক গুরুত্বপূর্ণ প্রোটিন যা হৃদয়ের বিভিন্ন অংশ ক্ষত হলে রক্ষক্ষরণের ফলে নির্গত হয় এই প্রোটিন ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে আড়াই লক্ষেরও বেশি রোগীর মধ্যে যাঁদের সিআরপি লেবেল বেশি থাকে তাঁদের ট্রপোনিন টেস্ট পজিটিভ হয়েছে ৷ তাঁদের আগামী ৩ বছরে মৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ বেশি ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
যদি সঠিক সময়ে সতর্ক না হয় এবং অ্যান্টি ইমপ্লেমেটরিজ ওষুধের সেবন করলে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানো যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
ইম্পিরিয়াল কলেজ অফ লন্ডনের (Imperial College London) চিকিৎসক ডঃ রমজি খামিজ জানিয়েছেন এই পরীক্ষার খোঁজ এমন সময়ে হয়েছে য়খন এই ধরনের রোগ গভীর ভাবে ভাবতে বাধ্য করেছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
এই রিসার্চের জন্য অর্থ যোগানকারী ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন (British Heart Foundation) এক অধ্যাপক জেমস লিপার (James Leiper) জানিয়েছেন এটি চিকিৎসকদের মেডিক্যাল টুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
একটি স্টাডিতে বলা হয়েছে দিনের মধ্যে ৪ ঘণ্টা যদি সক্রিয় থাকা যায় তবে হৃদরোগে আক্রান্ত ৪৩ শতাংশ পর্যন্ত কম হয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
আমেরিকার এক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Centers for Disease Control and Prevention) হার্ট অ্যাটাকের (Heart Attack) বেশ কিছু লক্ষণ চিহ্নিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
বুকে ব্যাথা বা চরম উৎকণ্ঠা সব থকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ দুর্বলতা, গল, কোমরে ব্যাথাও খারাপ কিছুর ইঙ্গিত দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
মানসিক উৎকণ্ঠা বা কাঁধে ব্যাথা হলেও সময় থাকতে থাকতে সতর্ক থাকাটা প্রয়োজন ৷ পরে প্রবল সমস্যা আসতে পারে জীবনে ৷ প্রতীকী ছবি ৷