Creatinine:ক্রিয়েটিনিন বাড়া মানেই নষ্ট হচ্ছে কিডনি, কম প্রোটিন খাওয়ার মতো সহজ কয়েকটা অভ্যাসেই বশে ক্রিয়েটিনিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলেও ক্রিয়েটিনিন তৈরি হয়। রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে, তবে সতর্ক হতেই হবে। কারণ, ক্রিয়েটিনিন বাড়া মানেই অকেজো হচ্ছে কিডনি
ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলেও ক্রিয়েটিনিন তৈরি হয়। রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে, তবে সতর্ক হতেই হবে। কারণ, ক্রিয়েটিনিন বাড়া মানেই অকেজো হচ্ছে কিডনি! গবেষণা বলছে, কয়েকটি সহজ অভ্যাসেই কমিয়ে ফেলা যায় ক্রিয়েটিনিনের মাত্রা--
advertisement
ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করুন-- ক্রিয়েটিন একটি প্রাকৃতিক যৌগ যা যকৃতে তৈরি হয়। এটি পেশিতে পৌঁছে সেখানে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। যখন ক্রিয়েটিন শক্তির জন্য ব্যবহৃত হয়, তখন এটি ভেঙে ক্রিয়েটিনিনে পরিণত হয়, যা বিপাক প্রক্রিয়ার একটি উপজাত। অনেক ক্রীড়াবিদ দক্ষতা বাড়াতে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, যা বন্ধ করতে হবে।
advertisement
কম প্রোটিন খান-- গবেষণায় দেখা গিয়েছে, বেশি প্রোটিন খেলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। বিশেষ করে রান্না করা রেড মিট ক্রিয়েটিনিন-এর মাত্রা বাড়িয়ে দেয়। রান্নায় ব্যবহৃত তাপ মাংসে থাকা ক্রিয়েটিন-কে ক্রিয়েটিনিন-এ পরিণত করে। অত্যধিক মাংস না খেয়ে ডায়েটে রাখুন সবজির স্যুপ বা স্ট্যু, ডালের স্যুপ। এমনিতেই যাঁরা বেশি রেড মিট, অন্যান্য প্রোটিন যেমন দুগ্ধজাত পণ্য খুব বেশি খান, তাঁদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
