দেশে করোর গ্রাফ ওঠানামা চলছেই! গত ১৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৭১০, ২ সপ্তাহ আগে সংখ্যাটা ছিল সামান্য বেশি, ২৮৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাআয় মৃত ১৪ কিন্তু ২ স্পাট আগে সেই সংখ্যাটা ছিল অনেকটাই কম, ৯। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০। ইতিমধ্যেই দেশে ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছিল, কিছুদিন যেতে না যেতেই হদিশ মিলেছে বিএ.৫ প্রজাতির। এই ভাইরাস যে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে, এই বিষয়টি নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। এরমধ্যেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন ৩ উপসর্গ নিয়ে--