Cooking Oil: এত দামি রান্নার তেল! পোড়া তেলে রান্না করলে মারণরোগের ঝুঁকি, তবে কি বাসি তেল ফেলে দেওয়াই ভাল?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cooking Oil: আজকালকার দুর্মূল্যের বাজারে এত দামি তেল নষ্ট করাটাও তো সোজা কথা নয়! তবে উপায়?
গরম গরম লুচি ভাজা তো শেষ! কিন্তু কড়াইতে যে রয়ে গেল অনেকটা তেল। বাকি তেলটুকু তুলে রেখে অনেকেই তা দিয়ে পরে রান্না করেন। এ ভাবে রান্নায় নাকি বিপদ নিশ্চিত। ক্যানসার, অ্যালঝাইমার, হার্টের অসুখ, হতে পারে নানা মারণ রোগ। তবে কী করা যায়? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
কিন্তু একবার ব্যবহৃত তেল, পুনরায় গরম করে, তা দিয়ে রান্না করা এবং সেই খাবার পেটে যাওয়া বিষপানেরই সমান বলে মত বিশেষজ্ঞদের। একবার ব্যবহৃত তেল, দ্বিতীয় বার গরম করলে তা থেকে অ্যাকরিলেমাইডের (Acrylamide) মতো বিষাক্ত রাসায়নিক বের হয়, যা থেকে ডিমেন্সিয়া, অ্যালজাইমার্স এমন পারকিনসন্সও হতে পারে। ঝুঁকি থাকে ক্যানসার হওয়ারও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement