Oil Free Recipe: চপচপে তেলে ভাজা পাঁপড় নয়, টক-ঝাল-মিষ্টি তরকারি তৈরি করে চমকে দিন সবাইকে! রইল পাঁপড় কারির চমৎকার রেসিপি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
তেলে ভাজলে স্বাস্থ্যের ক্ষতি, সেঁকা খেলে মুখে রোচে না! এবার হেলদি এই রেসিপিটি শুধু রুচিকরই নয়, ডায়েটে নজর রাখা মানুষদের জন্যও একদম উপযুক্ত। বাচ্চাদেরও দিতে পারেন এই পাপড়ের তরকারি। এমন মেনু পেলে হাত চেটেপুটে খাবেন সকলে।
advertisement
advertisement
advertisement
এর জন্য প্রয়োজন শুধু পাপড় আর আলু, (যদি মনে করেন)পেঁয়াজ, আদা-রসুন বাটা আর সঙ্গে হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো পরিমাণ মতো দিতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন। প্রথমে কড়াইতে খুব অল্প তেল গরম করে পাপড় গুলোকে একটু ভেজে নিন, এরপর আলু কেটে সেগুলিকেও ভেজে নেবেন। যদি মনে করেন, তাহলে চাইলে পেঁয়াজ যোগ করতে পারেন।
advertisement
advertisement







