Colocasia leaves-Kachu Saak Benefits: কচুর শাক ভিটামিনের খনি! বহু রোগে মুক্তি দেয়! এই নিয়ম কাটলে চুলকাবে না হাতও

Last Updated:
Colocasia leaves-Kachu Saak Benefits: কচুর শাকের উপকারিতা জানলে চমকে যাবেন। এই নিয়ম মেনে কাটুন একটুও হাত চুলকাবে না, গলাও ধরবে না! জানুন চিকিৎসকের মত
1/10
কচুর শাক বা কচুর লতি খেতে সকলেই ভালবাসেন। বাবা ঠাকুমার আমল থেকেই চলে আসছে এই সব রান্নার প্রবণতা। শহরের বাইরে গ্রামাঞ্চলে খুব জনপ্রিয় হল এই শাক।এর পাশাপাশি বিশেষজ্ঞদের মতে এই শাকের উপকারিতা রয়েছে বহু। photo source collected 
কচুর শাক বা কচুর লতি খেতে সকলেই ভালবাসেন। বাবা ঠাকুমার আমল থেকেই চলে আসছে এই সব রান্নার প্রবণতা। শহরের বাইরে গ্রামাঞ্চলে খুব জনপ্রিয় হল এই শাক।এর পাশাপাশি বিশেষজ্ঞদের মতে এই শাকের উপকারিতা রয়েছে বহু। photo source collected 
advertisement
2/10
শহরের বাইরে মূলত গ্রামাঞ্চলে এই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় মাঠে ঘাটে।এই শাক বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। ইলিশ মাছের মাথা দিয়ে বা নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন এই কচুর শাক। তবে খেতে যেমন সুস্বাদু হয়, এর স্বাস্থ্য গুণ রয়েছে অনেক। photo source collected
শহরের বাইরে মূলত গ্রামাঞ্চলে এই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় মাঠে ঘাটে।এই শাক বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। ইলিশ মাছের মাথা দিয়ে বা নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন এই কচুর শাক। তবে খেতে যেমন সুস্বাদু হয়, এর স্বাস্থ্য গুণ রয়েছে অনেক। photo source collected
advertisement
3/10
সিউড়ির বিশিষ্ট ডাক্তার সুকান্ত সান্যাল এর কথায় কচুশাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আছে প্রচুর পরিমাণ আয়রনও। তাই শরীরে রক্ত কমে গেলে কচুশাক খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডক্টর দের তরফ থেকে।photo source collected
সিউড়ির বিশিষ্ট ডাক্তার সুকান্ত সান্যাল এর কথায় কচুশাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আছে প্রচুর পরিমাণ আয়রনও। তাই শরীরে রক্ত কমে গেলে কচুশাক খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডক্টর দের তরফ থেকে।photo source collected
advertisement
4/10
এই শাকে ভিটামিন এ-এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং সি। এছাড়াও এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। রাতকানা রোগ সারাতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে এই ভিটামিন এ খুবই কাজে লাগে।photo source collected
এই শাকে ভিটামিন এ-এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং সি। এছাড়াও এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। রাতকানা রোগ সারাতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে এই ভিটামিন এ খুবই কাজে লাগে।photo source collected
advertisement
5/10
তবে এতো গুণ থাকলেও , অনেক ক্ষেত্রে দেখা যায় মূলত হাত চুলকাবে বলে কাটতে ভয় পান অনেকেই। এই শাক কাটার কৌশল রয়েছে।তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পদ্ধতি।photo source collected
তবে এতো গুণ থাকলেও , অনেক ক্ষেত্রে দেখা যায় মূলত হাত চুলকাবে বলে কাটতে ভয় পান অনেকেই। এই শাক কাটার কৌশল রয়েছে।তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পদ্ধতি।photo source collected
advertisement
6/10
কচুর শাক বা কচু কাটার আগে কখনই জলে ভিজিয়ে রাখবেন না। জলে ভিজিয়ে রাখলে তা কাটার সময় চুলকায়। তাই চেষ্টা করবেন কাটার পরে তা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রান্না করার।photo source collected
কচুর শাক বা কচু কাটার আগে কখনই জলে ভিজিয়ে রাখবেন না। জলে ভিজিয়ে রাখলে তা কাটার সময় চুলকায়। তাই চেষ্টা করবেন কাটার পরে তা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রান্না করার।photo source collected
advertisement
7/10
যদি কেউ ভুল করে জলে ভিজিয়ে দেন তাহলে তাতে সামান্য পরিমান নুন মিশিয়ে দেবেন এবং চাইলে কচুর সঙ্গে কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেল এবং তার সঙ্গে আপনার হাতেও কিছু পরিমাণ কাঁচা সরষে তেল মাখিয়ে নেবেন।এর ফলে হাত চুলকোয় না।photo source collected
যদি কেউ ভুল করে জলে ভিজিয়ে দেন তাহলে তাতে সামান্য পরিমান নুন মিশিয়ে দেবেন এবং চাইলে কচুর সঙ্গে কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেল এবং তার সঙ্গে আপনার হাতেও কিছু পরিমাণ কাঁচা সরষে তেল মাখিয়ে নেবেন।এর ফলে হাত চুলকোয় না।photo source collected
advertisement
8/10
এর পাশাপাশি হাত যাতে না চুলকায় তার জন্য এক পদ্ধতি রয়েছে। কচু যেহেতু মূলত জলাশয়ে হয়ে থাকে সেই কারণে সর্বদাই প্রচুর শাক ভিজে হয়ে থাকে। আর এর ফলেই হাত চুলকানোর সমস্যা দেখা দেয়।photo source collected
এর পাশাপাশি হাত যাতে না চুলকায় তার জন্য এক পদ্ধতি রয়েছে। কচু যেহেতু মূলত জলাশয়ে হয়ে থাকে সেই কারণে সর্বদাই প্রচুর শাক ভিজে হয়ে থাকে। আর এর ফলেই হাত চুলকানোর সমস্যা দেখা দেয়।photo source collected
advertisement
9/10
তাই জন্য বাজার থেকে কচু শাক কিনে নিয়ে এলে অথবা জমি থেকে কচুর শাক তুললে সেটা এক থেকে দেড়  ঘণ্টার জন্য রোদে রাখলে রোদের ফলে কচুর শাকের জল শুকিয়ে যায় এরপর কাটলে হাত চুলকোয় না।photo source collected
তাই জন্য বাজার থেকে কচু শাক কিনে নিয়ে এলে অথবা জমি থেকে কচুর শাক তুললে সেটা এক থেকে দেড়  ঘণ্টার জন্য রোদে রাখলে রোদের ফলে কচুর শাকের জল শুকিয়ে যায় এরপর কাটলে হাত চুলকোয় না।photo source collected
advertisement
10/10
এসব পদ্ধতি মানার পরেও যদি দেখেন হাত চুলকাচ্ছে সেই ক্ষেত্রে তা থেকে মুক্তি পেতে সঙ্গে সঙ্গে নারকেল তেল লাগান। কিছুক্ষণ নারকেল তেল দিয়ে হাত মালিশ করলে তাৎক্ষণিক চুলকানি থেকে মুক্তি মিলবে। (তথ্য: সৌভিক রায়) photo source collected
এসব পদ্ধতি মানার পরেও যদি দেখেন হাত চুলকাচ্ছে সেই ক্ষেত্রে তা থেকে মুক্তি পেতে সঙ্গে সঙ্গে নারকেল তেল লাগান। কিছুক্ষণ নারকেল তেল দিয়ে হাত মালিশ করলে তাৎক্ষণিক চুলকানি থেকে মুক্তি মিলবে। (তথ্য: সৌভিক রায়) photo source collected
advertisement
advertisement
advertisement